আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ারম্যানের ডাব চুরি এডভেন্চার

https://www.facebook.com/chairmanzerozero7 এই ব্লগে আছেন কুনু মমিন বান্দা যে অন্যের গাছের ডাব নিজের মনে কৈরা চালান করেন নাই ? নিজের গাছে ১০০ ডাব থাকলেও মাইনসের গাছের ৪ টা ডাব দেখলে চুরি করনের লাইগ্যা হাত কুরকুর করেনা ? থাকলে পিলাচ বাটন বোগলে লৈয়া আউগায়া বন। দিস ইজ ইস্টোরী টেলিং টাইম তখন আমি কিলাস টেনে পড়ি। ঈদের ছুটিতে বাপেরে ভুজুংভাজুং দিয়া গেরামে যাওনের জন্য রাজি করাইলাম। বিকজ মি আই লাভ গেরাম বাড়ি আইসাই চউক্ষে গগলস লাগায়া পর্যবেক্ষনে নামলাম কার গাছের ডাব বড় হৈছে চানরাইতে সেই মোতাবেক চাচতো ভাই আসিফ আর ২ পিচ্চিরে লৈয়া মোল্লা বাড়ির দিকে হাটা ধরলাম। কোমরে দাও আর ছোট টর্চলাইট।

সামনে আমি লিড দিতাছি ১০ হাত যাইতে না যাইতেই নরম কিসের মইদ্যে জানি দিলাম পাড়া। টর্চ মাইরা দেখি গো বর্জ্য লগের এক পিচ্চি আছিলো নাম কৃষ্ন । ব্যাটায় দাত ৩২ টা মেলায়া কয়" দাদা গো আজ দিন শুভ,বড় পবিত্র জিনিস মাড়িয়েছেন গো " মাথায় একটা ঠুয়া দিয়া ভোদাই টারে ইয়াদ দিলাম যে ইহা দিন নয় বরং ঘুটঘুইট্টা আন্ধাইর রাইত। এর উফ্রে গোবর পাড়াইছি,সো শুভ হৈবার সাওয়াল ই আসেনা। তবে কথায় আছে গোবরে ডরেনা বীর ।

তাই বীর বিক্রমে লেফ্ট রাইট লেফ্ট পিটি করতে করতে মোল্লা বাড়ির ডাব গাছের তলে উপস্থিত হৈলাম। পিলান অনুযায়ী পিচ্চিরে দিলাম গাছে তুইল্যা। কৈলাম তুই খালি ডাব ফালা আমরা ক্যাচ লমু। পরথমটা ফালাইতেই আসিফ ভাই ক্যাচ ধরার ইস্টাইল দেউখা মনে হৈলো ডাব না সে টাকি মাছ ধরতাছে আর নাইলে বেডার শিউর মিরকি বেরাম আছে কৈলাম আচিপ ভাই সাইডের যাও ,আমি হৈলাম চিটাগাং এর বিখ্যাত উইকেট কিপার ( হুদা মিছা কতা,শইল লৈয়া দোউড়াইতে পারি না দেইক্কা আমারে কিপিং খাড়া করাইতো আর মাঝে মইদ্যে তো খেলায় ই নিতো না ) যাউক পরের ডাব ফালাইতে হেইডাও সামলাইতে না পাইরা দিলাম ফালায়া সবাইরে কৈলাম দেখলি কেমন ক্যচটা দরছিলাম খালি হাতে ব্যাথা দেইখা ছাইড়া দিলাম কিন্তু যতোই ভুগিচুগি দেই কাম হয় না ব্যাটারা চোখ বড় বড় রসগোল্লার মতো কৈরা যেমতে চাইলো মনে হৈলো ডাব না পাইলে আমারেই আজকে চুইষা ছিবড়া বানাইবো হঠাৎ আসিফ ভাইয়ে কয় ,বেরাদর নু ফুলুভলেম,এক্কান জব্বর আইডিয়া পাইছি কৈয়াই লুংগি খুইলা মাটিতে বিছাইলো আমিতো ডরে ভয়ে জলদি নিজের দুই হাত সামনে ক্রস কৈরা ইজ্জত আব্রু বাচাঁনোর লাইগ্যা চিক্কুর দিমু এমুন সময় দেহি না ভাইয়ে কয় আরে বেক্কল এইটার বাকি কোনা গুলো ধইরা এইটারে উচাঁ কর আর পিচ্চি তুই এইটার উফরে ডাব ফালা বড়ই চমেৎকার চিস্টেম। ডাব লুংগির উফরে পড়ে আর ফাটেও না কিন্তু খোদা এত সুখ সইলো না ,হঠাৎ কৈরা দেখি কেডায় জানি পিছন থাইকা আইসা আমার তুলার মতোন তুলতুলা ২ টা কানের উফ্রে আট্যাক দিছে চেহারা দেইক্যা তো আমি যায়গায় হ্যাং খায়া গেলাম।

তিনি আর কেউ নন,মোল্লা বাড়ির নয়া বউ অবশেষে এই সুন্দরীর কাছে কট খাইলাম ভাবী কয় আইজকাই তোমাগো সবার বাপেরে ডাইকা ডাব খাওনের টেস টের পাওয়ামু উফ্রের পিচ্চি তো ডরে গাছে থাইক্যাই ঝর্না ধারা বওয়াইয়া দিলো আর আসিফ ভাইয়ের দিকে চাইতেই ভাবি ইয়াল্লাগো কৈয়া চিক্কুর মারলো কারন ভাইয়ের মূল্যবান লুংগি খানা তখনো ডাবের তলে চাপা পড়ছে আর ভাই সেইটা বাইরে করনের টেরাই দিতাছে। শইল্যে খালি একটা আন্ডু আর একটা স্যান্ডু ভাবী কয় তোগোরে সবাইরে চিনছি ,এখন বাড়িত যা আমি কাইল বিচার বওয়ামু আসিফ ভাইয়ে ভাবীর কানে কানে কি কৈতাই দেখি ভাবী কয় না না ভাইনা ভালা এমন কতা কয়না। যাও যাও সব ডাব লৈয়া যাও। আরো লাগলে লও,নু ফুলুভলেম। বাংলা সিনেমার লাহান হঠাৎ এই সিন সিনারির পরিবর্তন কেমতে হৈলো আন্ডারস্ট্যান্ড খাইতে ব্যার্থ হৈলাম।

তয় কাহিনি আবার যদি ঘুরান্তি দেয় সেই ডরে মাথায় আর বোগলের তলে ডাব লৈয়া ঠ্যাং ২ টা কান্ধে তুইল্যা দিলাম খিচ্চা দৌড়। এক দৌড়ে এক্কেরে জায়গামতোন গিয়া বৈলাম। ডাব আর ডাবের শাঁস খায়া কৈলজা ফিরিজের পানির লাহান ঠান্ডা কৈরা ভাইরে জিগাইলাম এই বার কও দেহি ভাবীরে হঠাৎ কৈরা কেমতে খাড়ার উফ্রে পল্টি খাওয়াইলা ? ভাইয়ে বাংলা ছবির রাজীবের লাহান একটা পুংটা হাসি দিয়া কৈলো বেশী কিছু কই নাই ,খালি কৈছি " ভাবী আফনে হুনলাম বিড়ি খান ? গোমস্তা গো রাইখ্যা যাওয়া বিড়ির টুকরা আর হুক্কা পাইলেই সমানে টানা শুরু করেন ? কমুনি সবাইত্তে ? বুঝস না মোল্লা বাড়ির নয়া বউ বৈলা কথা ,নগদে সাইজ হৈয়া গেলো কাহিনি শুইনা খাড়ার উফ্রে ভাইরে একটা কদমবুছি করলাম ভাইয়ে খুশিতে গদগদ আর বিগলিত হৈয়া কৈলো বাইচাঁ থাক। আর আমি দাতঁ ৩৩ খান কেলায়া দিয়া কৈলাম হে ভ্রাতা তুমার বুদ্দির লাইগ্যা সেলাম করি নাই। রাইত ১ টা বাইজা গেছে,মানে আইজকা ঈদ ,সেলামি দেও ভাইয়ে ভাবীরে বেক্কল বানাইতে পারলেও আমার কাছে ঠিক ই কট খায়া গেলো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.