সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
অন্ধকার ধেয়ে আসে নিকষ কালো
কোন শব্দ কোন সুর ছন্দ আসেনা
তিতাসের পাড় থেকে বালিকা হেসে
ভেঙ্গে পড়ে দিনে খোলা রোদের মতন
মেঘনা চরে দল বেঁধে কলস কাঁখে
ঘাটে নামে নন্দিনীরা আমি দেখিনা
মানুষের খোলা বুকে বাতাস করে
ঢেউ খেলে নুয়ে পড়ে সবুজ হাসি
ফালি ফালি চাষ চলে নদী ও নারী
কানে বাজে বেশরম নরম হাওয়া
উঠোনের মাঝখানে শীতল পাটি
সারারাত জুড়ে চলে নদী কাহিনী
তেতে উঠে বালি যেন চেরর মাটি
বেঁকে উঠে নারী দেহ ধনুক মত
কামে ক্রোধে ফুলে উঠে ফণার মত
নদী নারী চাষ করে বেয়াড়া পুরুষ
চলে নদী সঙ্গম চলে নারী সঙ্গম
বহমান নিরবধি কাল যুগযুগ
এইসব ঘটে চলে কতোরকম
সব ছেড়ে চুপচাপ ইটের নিচে
নির্ঘুম রাত যায় মরু জীবন
কোলাহল হাসিকান্না নেই যে কিছু
কুশিয়ারা ঘাটে বসে পরীর হাসি
বাটে বাটে উঠে সুর আমি শুনিনা
অন্ধকার ধেয়ে আসে নিকষ কালো
কোন শব্দ কোন সুর ছন্দ আসেনা
তিতাসের পাড় থেকে বালিকা হেসে
ভেঙ্গে পড়ে দিনে খোলা রোদের মতন
মেঘনা চরে দল বেঁধে কলস কাঁখে
ঘাটে নামে নন্দিনীরা আমি দেখিনা
বড় কষ্টে আছি বড় কষ্টে আছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।