আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
বিদেশে ছুটির দিনে আমার মনটা খারাপ থাকে। দেশের সব কিছু ভেসে উঠে চোখের সামনে। অনেক দিন পড় আজ আমার ছুটি। গত কাল থেকেই বেশ কয়েক জন ব্লগারের সাথে কথা হয় আজ সময়টা ভাল কাটবে। গত সপ্তাহে আমার ইন্টারনেট লাইন কাটা ছিল।
কি মজা। ইন্টার নেট লাইন আছে। ছুটিও আছে। সময় ও আছে দুবাইয়ের মেজাজী রোদ্রের জন্য বাইরে যাওয়া হয় না যদি জরুরী কোন কাজ না থাকে। জরুরী কাজও নেই।
সকালটা বাংলাদেশে কথা বলে সময় কাটে। বিকেলটা ব্লগিং এ যাবে। ঘটনা হলো, কবি এখানেই নিরব!
ব্লগিং বন্ধ থাকবে। কয়টা পয`ন্ত কোন ঠিক নাই। খুব মিস করলাম আমার প্রিয় সামুকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।