সোমবার কর্ণফুলী নদীতে পরিচালিত অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহার আদালত এই দণ্ড দেয়।
অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি ক্রিস্টাল-১, সিলভার সী-১, মেহেরিজ, জারান, নিশু ও সী লাইন-৩ নামের ছয়টি মাছ ধরার ট্রলার ও সেভেন সী মাক-২ নামের তেলবাহী ট্যাঙ্কারকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এগুলো নদীতে তেল ও রংসহ বিভিন্ন আর্বজনা ফেলে পরিবেশ দূষণ করছিল।
এছাড়া কয়েকটি ট্রলার বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভাসমান অবস্থায় বিপজ্জনক বৈদ্যুতিক মেরামত কাজ (হট ওয়ার্ক) করছিলো বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।