বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি দল কালুরঘাট সেতুসংলগ্ন বোয়ালখালী উপজেলার বড়ুয়া পাড়া এলাকা পরিদর্শন করে নোটিশ দেয়।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের চিফ কেমিস্ট জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুতকেন্দ্রের জন্য আনা ফার্নেস অয়েলে কর্ণফুলী নদী দূষণের ঘটনায় দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক ও পূর্ব রেলের জিএম বরাবরে বিকালে নোটিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, আগামী ৪ অগাস্ট অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়ে পরিবেশ দূষণ এবং দুর্ঘটনার কারণ জানাতে বলা হয়েছে তাদের।
মঙ্গলবার দুপুরে দোহাজারি ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেলবাহী একটি ট্রেনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এর মধ্যে তিনটি ট্যাংকার উল্টে গেলে ফার্নেস অয়েল গড়িয়ে পাশের খালে পড়ে। পরে জোয়ার-ভাটার সময় তেলগুলো খাল থেকে নদীতে গিয়ে মিশেছে।
পাওয়ার প্ল্যান্টের জন্য প্রায় দুইশ টন ফার্নেস অয়েল নিয়ে যাওয়া হচ্ছিল।
ওই তেল নদীতে পড়ে জীববৈচিত্র্য নষ্ট এবং নদীর পানি দূষণ করছে বলে বিশেষজ্ঞরা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।