DO I NEED TO REMIND THAT I RULE
চট্টগ্রাম থেকে ৪৫ কিলোমিটার দূরে কাপ্তাই। রাঙ্গামাটি জেলার অন্যতম একটি উপজেলা কাপ্তাই পর্যটন নগরী হিসেবে খ্যাত। শীতকালীন পিকনিক ও বিনোদনের জন্য কাপ্তাইয়ে রয়েছে কয়েকটি পিকনিক স্পট। এগুলো হলো কর্ণফুলী নদীর পাড় ঘেষে বিডিআরের প্যানোরমা ঝুম রেস্তোরা, বনশ্রী পর্যটন কমপেক্স, শীলছড়িতে পাহাড়িকা পিকনিক স্পট, বালুরচরে বন বিভাগের বিলাস বহুল প্রশান্তি, কাপ্তাই লেকের পাড়ে বাংলাদেশ নৌবাহিনীর বিশাল এলাকা জুড়ে দর্শনীয় কাপ্তাই লেকের পাড়ে অনেকগুলো স্পট।
এ বছর কাপ্তাইয়ের সকল পিকনিক স্পটগুলোকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে শীতকালীন ভ্রমণ পিয়াসুদের একটু আনন্দ দেয়ার জন্যে।
এখানে বসে উজান থেকে বয়ে আসা সর্পিল গতির কর্ণফুলী নদীর অপরূপ সৌন্দর্য অবলোকন করা যাবে খোলা মনে। উঁচু পাহাড়ের পাদদেশে সবুজ বনানীর বাহুতলে প্রধান সড়কের পাশে কর্ণফুলী নদীর কিনারায় এগুলোর অবস্থান।
কর্ণফুলীর আর এক পাড় ঘেষে রয়েছে মনোরম সৌর্ন্দয বেষ্টিত একটি চা বাগান। ইচ্ছে হবে নদীতে নিজেকে ভাসিয়ে দিয়ে স্বচ্ছ নীল পানির ছোঁয়া নিতে। এখানে রয়েছে ভ্রমণ পিয়াসু কপোত-কপোতিদের জন্য অবকাশ যাপন ও ইজ্ঞিন চালিত বোট।
আগত পর্যটকদের প্রশান্তির জন্য এবার শীতকালীন সময়ে নানা রঙে পিকনিক স্পটগুলোর শোভা বৃদ্ধিসহ স্বল্প সময়ের বিশ্রাম ও হালকা নাস্তা এবং পানীয়ের ব্যবস্থা রয়েছে এখানে। বিশ্রামের অনেক কটেজও রয়েছে কোন কোন পিকনিক স্পটে।
এছাড়া, উন্নতমানের খাবারের সমাহার নিয়ে একটি রেষ্টুরেন্ট তৈরি করা হচ্ছে বনশ্রীতে।
নৌ বাহিনীর পিকনিক স্পটটি বিশাল এলাকা জুড়ে ছোট ছোট অনেকগুলো বিনোদন স্পট তৈরি করা হয়েছে কাপ্তাই লেকের পাড়ে। সবুজের মেলায় ঝোঁপ ঝাড়ের ফাঁকে ফাঁকে নিজেকে আড়াল করে বিশাল কাপ্তাই লেকের সৌন্দর্য অবলোকন করা যাবে।
লুকোচুরি খেলার যেন এ এক অনন্য জায়গা। পাহাড়ের আড়ালে নিজেকে হারিয়ে অনুভব করা যাবে অনাবিল প্রশান্তি। সুন্দর সুন্দর ইজ্ঞিন বোটযোগে কাপ্তাই লেক ভ্রমণ সহ রাঙ্গামাটি ঘুরে আসা যাবে।
এশিয়ার বিখ্যাত কাপ্তাই লেক ও পাহাড়ী সৌন্দর্য নিজ চোখে না দেখলে উপলব্দি করা যাবে না সৃষ্টির অপরূপ মহিমা। তাছাড়া কাপ্তাইয়ে রয়েছে কর্ণফুলী নদীর উপর বাঁধ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এশিয়ার বিখ্যাত বিএফআইডিসি’র স’মিল, অতি মূল্যবান আগর বনায়ন, হরিণ প্রজনন কেন্দ্র, জাতীয় উদ্যান, কর্ণফুলী পেপার মিল, চিৎমরম বৌদ্ধ বিহার ইত্যাদি।
যেভাবে ভ্রমণ পিয়াসুরা এখানে আসবেন : ঢাকা থেকে সরাসরি এস আলম, শ্যামলী, মডার্ন লাইন ও ডলফিন গাড়িযোগে কাপ্তাই আসা যাবে। চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে গেইট লক শাহ আমানত বাসযোগে অথবা নিজ ব্যবস্থায় যে কোন গাড়িযোগে আসা যাবে কাপ্তাইয়ের এ সকল পর্যটনে।
আবার কাপ্তাই হতে লেকের পাড় দিয়ে অপরূপ সৌন্দর্য অবলোকন করে রাঙ্গামাটি যাতায়াতের জন্য একটি নতুন রাস্তা ইতোমধ্যে করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।