আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রম

সামুদ্রিক বিভ্রম

উড়ে গ্যাছে বেলুন ভর্তি হাওয়ারা লাল নীল রঙ হয়ে উড়ে গ্যাছে সাদা সুতো সেই সাথে- সমুদ্র সৈকতে বসে আছি বালুদের সাথে জলের শব্দে কান পাতা দায়, উৎসব হয়ে আছে ঝিনুকের গান; খোলস ছড়ালেই মুক্তোর মতো হেসে ওঠো আমার চোখেতে সূর্যাস্ত ঢেলে দিয়েছে রকমারি বিভ্রম মুছে যাচ্ছে সামুদ্রিক স্থিরতা, সীগালের ডানার নম্রো সকাল প্লাবিত হচ্ছে পলি, কাকড়ার খোলস, শঙ্খের নিনাদ আমৃত্যু সাথে আছি জোয়ার ও ভাটায়, সমুদয় হরফে দ্যাখো, দ্যাখো শব্দপুঞ্জে কেমন দেবে যাচ্ছে ডুবুরির মাস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।