আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রম

বিস্ময় মুছে দিও না...

তুমি-আমি কথার ভ্রম- যাচ্ছে মুছে গুহাচিত্র, শিকারি কাব্য বিলুপ্ত বাসরে প্রজাতি পরম্পরায়। তুমি আমি মায়ার দাসী- ফুসছে সাগর ভাঙছে পাহাড় বিলীন হচ্ছে পাথর চাকা। তুমি আমি জ্বলছি নিভছি- পুড়ছে নগর দাউদাউ সভ্য চুলোয় ধুকছে প্রাণ চৈত্রদাহে নব্য গুহায়। তুমি আমি ব্যাস্ত সময়- রনাঙ্গনে মাতছে যোদ্ধা দখল খেলায় হচ্ছে দেখো হিরোশিমায় বোমা উৎসব। তুমি আমি বিমিশ্র ঘুম- রৌদ্রদিনে সবাই জাগে কোলাহলে রাত্রিবেলা মানুষ লুটায় ভীতির পায়ে। তুমি আমি ভারবাহী, পরিশ্রান্ত জীব অসার হচ্ছি পরিব্রাজক লেবেল সাঁটা জীবন ভূমে চন্দ্রনীলে মেঘেপ্রেয়সীর আকাশ ফেলে, নির্মানের ঐ ঝঞ্ছা সয়ে অন্যপথে ভুলো মনে একই টানে। ০৬/০৮/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।