আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রম ২



লোডশেডিংএ ঝুপ করে কালো নেমে এলে চেরাগী পাহাড়ের মোড়ে তখন কেন্দ্রবিন্দু ছুঁয়ে চাঁদ ওঠে। উজ্জ্বল কথা নিয়ে ছড়িয়ে পড়ে চাঁদ পৃথিবীর ছাদে ছাদে। এসব চন্দ্রকথা কে কার অনুরাগী এই ভাবনা আটকে থাকে চেরাগ শীর্ষে, শিখাসম। আর বিস্ময় কাটেনা বলে ইতস্তত চলে পায়চারি। ঐ অনির্দিষ্ট সময়ের কোলে কেবল শাদার রাজত্ব - নার্স শাদা, বেড, দেয়াল সব। আর নিজের অবয়ব দেখার ফুরসৎ মিলে না। চোখের আলোয় কেবল চেরাগ জ্বলে টিমটিমে যেন দিকদর্শন। রিকশা সমেত তার আকস্মিক উপস্থিতি সেলফোনে আলো জ্বেলে দিলে এ অন্ধকার নগর আমি ছেড়ে যেতে চাই। জলের কাতর ডাকে জলের অতলে নিজেকেই ক্রমশ ফিরে পাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।