আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালির সমর্থনে ইংলিশদের বিপক্ষে আজ মাঠে নামছে ক্যারিবীয়রা



বাংলাদেশের তাকিয়ে থাকার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ বৃহস্পতিবার মাঠে নামছে ইংল্যান্ডের বিপক্ষে। আর এ ম্যাচে ক্যারিবীয়দের পক্ষে রয়েছে ২৫ কোটি বাঙালি। বি গ্রুপের কোয়ার্টার ফাইনালের সমীকরণের পরিপ্রেক্ষিতে এ ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। কোয়ার্টারে যেতে হলে এ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই ইংল্যান্ডের। তবে ম্যাচ জিতলেও তাদের অপেক্ষা এবং প্রার্থনা করতে হবে ১৯ মার্চ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের পরাজয়ের জন্য।

কারণ, আগের ৫ ম্যাচ থেকে ইংলিশরা মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। আজকের ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে তারা জয় পেলে তাদের হবে ৭ পয়েন্ট। অপরদিকে, ক্যারিবীয়রা জিতলে বাংলাদেশকে সাথে নিয়ে কোয়ার্টারে চলে যাবে নির্বিঘ্নে। কারণ, দু'দলেরই আছে ৫ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট করে। বিশ্বকাপ ইতিহাসে পরস্পরের ৫ বারের মোকাবেলায় এগিয়ে ইংলিশরা।

তারা ক্যারিবীয়দের কাছে ১ বার হারলেও জিতেছে ৪ বার। তবে, কোন অতীত পরিসংখ্যানেও ক্যারিবীয়দের প্রতি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অকুন্ঠ সমর্থন কেড়ে নিতে পারবে না। বাংলাদেশের সমর্থকগোষ্ঠী মনে-প্রাণে আজ সমর্থন দেবে ক্যারিবীয়দের। মাঠের বাইরে থেকেও তারা ক্যারিবীয়দের হয়ে খেলতে নামবে ইংলিশদের বিপক্ষে। ম্যাচটি তাই পরিণত হয়েছে অদৃশ্য এক ত্রি-পক্ষীয় লড়াইয়ে।

বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি ভারতের চেন্নাইয়ে চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্টার স্পোর্টস, স্টার ক্রিকেট ও বিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.