আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত শিবিরের ঈমানি দ্বায়িত্ব এবং শাহবাগ

জামায়াতে ইসলাম অবিভক্ত ভারতের একটি রজনৈতিক সংগঠন,এর যাত্রা শুরু ২৬ শে আগস্ট ১৯৪১। আবুল আলা মওদুদি এর সংগঠন হচ্ছে জামাত। তার সম্বন্ধে তার ছেলের কাছ থেকে ই শুনুন। বাংলাদেশ জামায়াত ইসলামি বাংলাদেশে এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে । বাংলাদেশ জামায়াতের সকল নেতা তাদের সন্তানদের জামায়াত ইসলাম নামের দলটি থেকে অনেক দূর রেখেছেন যে রকম মওদুদি সাহেব রেখেছিলেন তার সন্তানদের।

কিন্তু এ দেশের অনেক যুবককে তারা ধর্ম ও অর্থের নামে ছেড়ে দিচ্ছেন মৃত্যুর মুখে। জামাত শিবিরের ঈমানি দায়িত্ব কী ?বাংলাদেশ জামাতের কেন্দ্রীয় কার্যালয় মগবাজার এলাকায়,আর আমরা সবাই জানি মগবাজার পতিতা আর মদ এর আড্ডা খানা। কৈ আমার জামাত শিবির ভাইরা তো কোনদিন একটা মিছিল করলেন না যে ওনাদের পাক কার্যালয়ের এলাকার সব বার আর পতিতালয় বন্ধ করতে হবে। নাকি ওনারা মাসহারা বন্ধের ভয়ে পতিতাদের সুরক্ষা দেন ?মদ আর নারী ইসলামে স্পষ্ট হারাম সেখানে ওনাদের ঈমান নিশ্চুপ। কিন্তু রাষ্ট্র যখন কোন যুদ্ধাপরাধীর বিচার করে তার বিরুদ্ধে গিয়ে ওনারা মানুষ হত্যা করেন।

নিজামী যদি ইসলাম কে মনে ধারন করতো সে কী ভাবে খালেদা জিয়ার সাথে সরকার গঠন করে ?যেখানে ইসলাম কোন নারী নের্তত্বকে সমর্থন করে না। ভাই শিবির এদের এই মিথ্যা ভণ্ডামিতে পরবেন না। আপনি এ দেশের সন্তান আপনি কেন রাজাকারের জন্য আপনার জীবনকে খারাপ করবেন। আল্লাহ রাসুলকে পাইতে হলে,নিজামী মুজাহিদ এর লেজ ধরা লাগবে না,আল্লাহ্ র কুরান আর নবীর হাদিস কে শক্ত করে ধরুন। আর যদি এর পরেও আপনারা আল্লাহর দোহাই দিয়া মানুষ খুন করেন,তবে মনে রাখবেন যে আপনারা ইসলামের শ্ত্রু আর রাজাকারের দালাল।

আর এদের প্রতিহত করা প্রতিটি মুসলিম বাংলাদেশীর উপর ফরয হয় কারন ধর্ম এবং দেশ রক্ষা ঈমানের দাবি। জয় ইসলাম,জয় বাংলা, জয় বি এন পি, জয় আওয়ামীলীগ,জয় সকল দল,রাজাকাদের ধইরা তরা কবরের ভিতর ভর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.