http://www.facebook.com/Kobitar.Khata
খালেদ মাহমুদ সুজন কি বলেছে তা একটু দেখে নিন।
আমরা খেলেছি জিম্বাবুয়ের সেরা দলের সঙ্গে। তারা খেলছে জিম্বাবুয়ের ‘মাল’ দলের বিপক্ষে। এ রকম দলের বিপক্ষে আমাদের ক্লাব দল খেললেও ম্যাচ জিততো। জিতলেই বোনাস পাওয়া যায়।
এজন্য কোচ সবসময় জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য বোর্ডকে প্রভাবিত করে থাকেন। এফটিপির বাইরে তাই জিম্বাবুয়ের বিপক্ষে বেশি ম্যাচ খেলতে দেখা যায়। ’
যদি তাই হয় তবে সুজনেরা কেন ১৫ কোটি মানুষের প্রত্যাশার চাপ সাকিবের কাঁধে তুলে দিয়েছিল? উনি বর্তমানে ক্রিকেট ''বিশেষজ্ঞ''। প্রতিদিন টিভিতে এসে সাকিবেরা হেন করেঙ্গা তেন করেঙ্গা টাইপের কথা কথা বলে বলে মানুষের মনে প্রত্যাশাটা বাড়িছে। কোনদিন বলতে শুনিনি যে বাংলাদেশ দলকে আমরা যত ভাল মনে করি তত ভাল নয়।
কখনো বলেনি প্রত্যাশাটা একটু কম করতে। অথচ আজ যখন বাংলাদেশ খারাপ করল তখন তারা সাকিবদের যা তা বলছে। এমনকি তাদের সময়কার দল থেকে সাকিবদের দল খারাপ প্রকারান্তে তাই বুঝাতে চাইল।
আরেক জন হলো ''অল পাকিস্তান'' ক্রিকেট টিমের সদস্য ''মহাপন্ডিত'' রকিবুল হাসান। এমন এমন কিছু কথা তিনি বললে শুনলে গা জ্বলে যায়।
এমন একটি ভাব ধরেন যা স্বয়ং স্টিভওয়া, সুনিল গাভাষ্কারের মতো লোকেরাও সাহস পায়না। মনে হয় তিনিই একমাত্র লোক যিনি ক্রিকেটের সব কিছু বোঝেন। অথচ ''অল পাকিস্তান'' ক্রিকেট টিমে একবার সুযোগ পেয়ে দুই ইনিংসে তিনি ডাব্বা মেরেছিলেন তাও আমরা জানি।
বলা হয় সত্যিকারের সাপোর্টারেরা ক্রিকেটের ভাল খারাপ সব সময় ক্রিকেটারদের সাথে থাকে। সমর্থনটা বেশী জরুরী দলের খারাপ সময়।
আমরা নাহয় মুর্খ মানুষ। আমরা পরাজয় মেনে নিতে না পেরে তাদের দিকে ঢিল মারি। কিন্তু এই সাবেক ক্রিকেটারেরা কি করছেন? তারা কি সাকিবদের সমর্থন দিচ্ছেন নাকি তাদের সমালোচনায় মুখর হয়েছেন?
আমার মনে হয় সাকিব তাদের খুব কমই বলেছে। আমি তো বলব কিছু সাবেক ক্রিকেটারকে ধরে চাবকানো উচিত। রকিবুল হাসানেরা না হয় তখনকার সময় তেমন সুযোগ সুবিধা পায়নি।
কিন্তু খালেদ মাহমুদরা সকল আধুনিক সুযোগ সুবিধা পেয়েছিল। তারা দলের জন্য কি করেছিল তা আমাদের জানা আছে। তাদের মুখে বড় বড় বুলি মানায় না।
সাকিব, তোমাদের সাথেই আছি। জয়ে পরাজয়ে সবসময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।