গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার সন্ধ্যায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে।
অসুস্থ অভিনেতার আত্মীয় দিলু খান গ্লিটজকে জানান, সোমবার তিনি হোমিওপ্যাথি চিকিৎসক রুহুল আমিনের কাছে যান। সঙ্গে ছিলেন তার ভাই শাহীন খান। এ সময় তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক রুহুল আমিনের পরামর্শে খালেদ খানকে বারডেম হাসপাতালে নিয়ে আসেন শাহীন।
হাসপাতালসূত্র জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে এসেছেন অভিনয়শিল্পী আতাউর রহমান, লাকী ইনাম, নাসিরুদ্দিন ইউসুফ, ঝুনা চোধুরী, অমৃতা খান, ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু, সাংবাদিক আবেদ খান এবং নাগরিক নাট্যাঙ্গন ও সুবচন নাট্য সংসদের বেশ কজন কর্মীসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
আশির দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন খালেদ খান। তিনি হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক 'এইসব দিনরাত্রি' ও ইমদাদুল হক মিলনের 'রূপনগর' নাটকে অভিনয় করেন।
নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে তিনি ৩০টির বেশি নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন ১০টির বেশি নাটক। অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের 'রক্ত করবী' নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন। নিদের্শনা দিয়েছেন সুবচন নাট্য সংসদের 'রূপবতী'। রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক তার স্ত্রী।
তাদের সন্তান কণ্ঠশিল্পী ফারহিন খান জয়িতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।