বড়দিন উপলক্ষে বুধবার নাট্য সংগঠন স্বপ্নদল মঞ্চায়ন করবে 'চিত্রাঙ্গদা'। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যটি 'গবেষণাগার নাট্যরীতিতে' নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। চিত্রাঙ্গদার বিশেষ প্রদর্শনীতে সদ্য প্রয়াত অভিনেতা খালেদ খানকে স্মরণ করা হবে বলে জানিয়েছেন নির্দেশক জাহিদ রিপন। জাহিদ বলেন, বিশেষ এই প্রদর্শনীতে আমরা খালেদ খানকে স্মরণ করব। প্রদর্শনীর আগে খালেদ খানের জীবন ও কর্ম সম্পর্কিত তথ্যাবলি উপস্থাপন করা হবে।
জাহিদ আরও জানিয়েছেন, চিত্রাঙ্গদার ২৮তম প্রদর্শনীতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে চিত্রাঙ্গদা।
২০১১ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পুনঃনির্মাণ করে। এ নাটকে চিত্রাঙ্গদা চরিত্রে অভিনয় করেছেন সুকন্যা আমির, ফারহানা রহমান মিতা, অর্জুন চরিত্রে অভিনয় করছেন মোস্তাফিজুর রহমান। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ ভূঞা, মাধুরী বেপারী সুমি, সাইফুন্নেসা জেবু, শারীফা রিমু, এনামুল হক শাহীন, রেজাউল মাওলা নাবলু, হিটলার রাজু, তানভীর আহমেদ, আলী হাসান, বিমল দাশ ও সাঈদুল ইসলাম সাঈদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।