আমাদের কথা খুঁজে নিন

   

একটি অমানুষিক চন্দ্র দর্শন এবং.....

গতকাল রাত্রে শুতে যাবার আগে ছাদে গিয়াছি দেখি চাঁদ খানার রং কেমন জানি হলুদাভ গেরুয়া টাইপ,পূর্ণিমা শেষের দিকের চন্দ্র গাত্র যেমন টা দেখায় আর কি; আমি চশমা ছাড়া দূরের জিনিস আবার খুব একটা ভাল দেখিতে পারি না, যা দেখি সব ই ঝাপসা | ঝাপসা চাঁদ খানার দিকেই তাকাইয়া আছি কিন্তু হঠাত্‍ দেখি চাঁদের নিচে লাল দাড়ি ! সেটা আবার কেমন জানি নড়াচড়া ও করিতেছে ! এই অমানুষিক দৃশ্য দেখিয়া ভয়তেই ফিট হবার যোগার,দ্বিতীয় বার ও দিকে না তাকাইয়াই দিলাম নিচে ছুট | আমার দৌড়ানোর শব্দে বাসার সবাই আমার ঘরে এসে হাজির, তাহাদের কে ঘটনার সংহ্মিপ্ত বর্ননা দেওয়ার সাথে সাথে বুয়া ঘরের উত্তরের জানালা খুলিয়া "হাই আল্লাহ্" বলিয়া চিত্‍কার করিয়াই বুকে থু থু করে দু' দলা থুথু দিয়া বুক চেপে বসিয়া পড়িল ! সেও আমার মত লাল দাড়িওয়ালা চাঁদ দেখিয়াছে, তবে চাঁদের মাথায় টুপি সদৃশ বস্তু ও দেখিতে পারিয়াছে ! তাহার ভয় পাওয়া দৃশ্য দেখিয়া আমার আব্বাজান তাহারে ধমক দিয়া দ্রুত জানালা বন্ধ করিতে বলিলেন | আমার উদিয়মান বুদ্ধিধারী ছোট বোন ও তারে তাড়া দিয়া তাড়াতাড়ি উত্তরের জানালা বন্ধ করিতে কহিল এবং তার উর্বর মস্তিষ্ক প্রসুত আশংকা ও ব্যক্ত করিল যে, চাঁদে ভ্যাম্পায়ার দেখা গিয়াছে যেকোন সময় উহা মর্তে নামিয়া আসিতে পারে | বাসায় অতিথী হিসেবে অবস্থানরত ষষ্ট শ্রেণী পড়ুয়া ছোট খালাতো ভাই তার কথায় আপত্তি করিয়া যুক্তি উপস্থাপন করিলো চাঁদ উঠিলে ভ্যাম্পায়ার নয় উলফ্ ম্যান রা জাগিয়া উঠে | এই দুই বিঙ্গের ভ্যাম্পয়ার আর উলফ্ ম্যানের মারামারি বাঁধিবার প্রাককালে আমার অনার্স মাস্টার্স আম্মাজান উহাদের ধমক দিয়া কহিলেন- চুপ যাও আজেবাজে কথা বলিও না, কাহার ভিতর কি মর্তবা আছে কে বলিতে পারে ! তাহার এই কথায় সকলের অন্তরাত্মা কিঞ্চিত নড়িয়া চড়িয়া উঠিল | রাত্রে শোবার আগে অকারনেই দরজা জানালা টিপিয়া টুপিয়া ধাক্কা দিয়া দেখিলাম ঠিক মত আটকানো হইয়াছে কিনা | বাতি জ্বালাইয়া বিনিদ্র রজনী পার করিলাম বন্ধুগো লগে চ্যাট করিয়া, তবে ভুলিয়া ও দাড়িওয়ালা চাঁদের কথা মুখে আনিলাম না,দাড়ি ওয়ালা চাঁদ রুষ্ট হইবার পারে এই আশঙ্কায় | এদিকে আজ দুপুরে ছাদে আসিয়া দেখি বড় চাচাদের বাসার চার তলার ছাদ থেকে তাদের কাজের বুয়া তারে কাপড় নাড়িতে নাড়িতে পাশের বাসার বুয়ার সাথে চন্দ্র বিষয়ক গল্প করিতেছে.. সে ও নাকি ঐ রকম অমানুষিক দৃশ্য দেখিয়াছে ! তবে তাহার কাহিনী একটু আধুনিক, সে দেখিয়াছে দাড়িওয়ালা কে যেন চন্দ্র পৃষ্ঠে পাটি বিছাইয়া তসবীহ্ টিপিতেছে !! তাহার এরুপ কথা শুনিয়া অন্য বুয়া হাসিয়া উঠিলে বড় চাচাজানের বাড়ির বুয়া রাগিয়া কহিল, "বিশ্বাস না যাইস চুপ যা মুখপুড়ি, কাহার ভিতর কি মর্তবা আছে কে বলিতে পারে " ! বিঃদ্রঃ চন্দ্র আলো মেঘে র উপর পড়িলে কি রুপ দেখা যায় উহা কিছুটা মনে করিতে পারিতেছি, কিন্তু আজ অবধি উত্তর দিককার জানালা দিয়া চন্দ্র দর্শন পাইয়াছি কিনা মনে করিতে পারিতেছি না অত মনে করা করির দরকার ই বা কি, কাহার ভিতর কি মর্তবা আছে কে বলিতে পারে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.