গ্রামীণ ব্যাংকের `অপসারিত' ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস হাইকোর্টে অবস্থান করছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি আদালতে আসেন। বর্তমানে তিনি সুপ্রিমকোর্ট বার ভবনে বিশিষ্ট আইনজীবী ড.কামাল হোসেনের চেম্বারে অপেক্ষা করছেন।
ড. কামাল এখন পর্যন্ত চেম্বারে না আসায় তিনি এখনো তার জন্য অপেক্ষা করছেন। সাংবাদিকদরা তার সঙ্গে কথা বলোর চেষ্টা করলেও তিনি কারো সঙ্গে কথা বলেননি।
জানা গেছে, গ্রামীণ ব্যাংক থেকে তাকে অব্যাহতি বিষয়টিকে চ্যালেঞ্জ করে রিট করতে তিনি আদালতে গেছেন।
প্রসঙ্গত, বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।