আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্টে স্থায়ী হলেন ১০ বিচারক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১০ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে  প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে আজ আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

স্থায়ী দায়িত্ব পাওয়া বিচারপতিরা হলেন-বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কেএম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি একেএম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.