আমাদের কথা খুঁজে নিন

   

একটি নির্ভেজাল শিশুতোষ গল্প

এক বনে এক ধূর্ত শেয়াল এক ইঁদুরের ওপর ক্ষুব্ধ হয়ে পড়লো কেননা ইদুর তাকে একাধিকবার ভেংচি কেটেছে, বার দুয়েক তার পায়ের ওপর দিয়ে দৌড়ে গেছে। এই ইঁদুর নিয়ে বনের অন্যরাও বেশ বিরক্ত ছিলো, প্রায়শই তাঁর ছোট দাঁতে সে এর ওর জিনিশ কেটে ফেলে, এর ওর খাবারে মুখ দেয়, আর যখন তখন ভেংচি দেয়ার, বিরক্তিকর কিচকিচে শব্দ করার অভ্যাস তো আছেই। ইঁদুরের যা খারাপ অভ্যাস হয় তাঁর সবগুলোই তাঁর রয়েছে – সুযোগ পেলেই অন্যের জিনিশ সরিয়ে ফেলা তো প্রাত্যহিক ঘটনা, তাঁর ঘরে গেলে দেখা যাবে এর ওর থেকে চুরি করা জিনিশে ঘর ভর্তি। ক্ষুব্ধ শেয়াল ঠিক করলো যে এবার সে এর একটা বিহিত করেই ছাড়বে। কিন্ত ছোট আকারের একটা ইঁদুরের সঙ্গে লড়াই করা নিয়ে তাঁর মনে ছিল দ্বিধা।

তা ছাড়া শেয়ালের জানা আছে যে অতীতে সে নিজেও অনেকের মুখের খাবার কৌশলে ছিনিয়ে নেয়ার কারণে বনে তাঁর বিরুদ্ধে অনেকেরই অভিযোগ রয়েছে, প্রমাণেরও অভাব নেই।

শেয়াল ভাবলো যে ঐ ইঁদুরের বিরুদ্ধে অন্যদের লাগিয়ে দিতে পারলে হয়। যেই কথা সেই কাজ। সে একদল মশাকে রাজি করালো যে তাঁরা ইঁদুরকে বিরক্ত করতে থাকবে। মশাদের ঘনঘন বিরক্তিতে এক সময় ইঁদুর সবার সামনে বেশ কয়েকটা মশার ওপরে চড়াও হল।

সেই দেখে সবাই তো রেগে খুন – হ্যাঁ, এই পাজী ইঁদুর এখন শক্তি দেখাচ্ছে! এমনিতেই এর ওরটা নিয়ে নিজের ঘরে তোলে, তাঁর ওপরে এখন আবার জোরাজুরি! তাঁরা সবাই গেলো বনের বাঘের কাছে। এই ইঁদুরটাকে নিয়ে বাঘেরও ছিল সামান্য কিছুটা অস্বস্তি, বাঘ শুনেছে যে এই ইঁদুর নাকি তাকেও ভেংচি কেটেছে। যেই না সবাই বাঘকে বললো ‘একটা বিহিত করুন’, ওমনি বাঘ ঠিক করলো এই ইঁদুরের আচরণের বিহিত করা দরকার। বনে ধন্য ধন্য পড়ে গেলো – ‘ইঁদুরের বিহিত হচ্ছে, ইঁদুরের বিহিত হচ্ছে’। শেয়াল দূরে বসে বললো - ‘হুম!’  (ফেসবুক  থেকে সংগৃহীত) 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.