লেখি কম পড়ি বেশী
গত ২৩ ফেব্রুয়ারি রঙবেরং পাতায় কালের কন্ঠ দাবিকরে 3 Idiots এ অভিনয় করেননি আমির। সংবাদে ছাপান হয়
'থ্রি ইডিয়টস' ছবিটি যাঁরা দেখেছেন তাঁরাও জানেন, যাঁরা দেখেননি জানেন তারাও_বলিউডের ইতিহাস-কাঁপানো ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান। এখন যদি কেউ বলে থ্রি ইডিয়টসে অভিনয় করেননি আমির, তখন লাগবে কেমন? যেমনই লাগুক, কথাটা কিন্তু মিথ্যা নয়! আমির নিজেই সম্প্রতি বলেছেন এ কথা। নয়াদিলি্লতে এক বইয়ের প্রকাশনা উৎসবে এসে আমির বললেন, 'আমি এ ছবিতে অভিনয় করব কী করে? আমি তো ১৮ বছরের তরুণ নই। কিন্তু তার পরও আমি ছবিটি করেছি।
কারণ এখানে আমাদের শিক্ষাব্যবস্থার বাস্তবচিত্র উঠে এসেছে। আমি প্রথাগত শিক্ষার রূপ বদলানোর কাজ করছি, সে লক্ষ্যেই থ্রি ইডিয়টসে কাজ করা। ' শুধু ছবিতেই নয়, বাস্তবেও ভারত সরকারের সঙ্গে দেশটির নানা জনকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন আমির।
আমি পুরা বেকুব হয়ে গেলাম। তা কি করে হয়? কোন না কোন ভাবেতো এই কথাটা আমার কানে আসতো।
এবার খোজা খুঁজির পালা। এবার যা মিলল তা আপনাদের সাথে শেয়ার করি...
Aamir Khan won hearts with his portrayal of an engineering student in blockbuster 3 Idiots and Bollywood superstar Aamir Khan says the only reason he decided to act in the film was that its subject was education.
"I shouldn't have acted in 3 Idiots as in no way do I look like an 18 year old. The only reason I did the film was because it was about education," said Aamir.
ndtv link
kaler kontho link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।