আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্বপ্নের অপমৃত্যু, কিছু কুলাংগার বাংলাদেশী

খামোশ.........

আজকে অনেক আশা নিয়ে খেলা দেখতে বসেছিলাম যে সেহওয়াগের চ্যাটাং চ্যাটাং কথার শক্ত জবাব দিবে বাংলাদেশ। কিন্ত সে আশায় গুড়োবালি দিয়ে ভারত আমাদের হারিয়ে দিল বিশাল রানের পাহাড় চাপিয়ে দিয়ে। খেলা শুরুর আগে ভেবেছিলাম যে যদি বাংলাদেশ হারে তাহলে প্রচন্ড খারাপ লাগবে। কিন্ত এমন কিছু ঘটনা আজ ঘটে গেল যে হারার দুঃক্ষ কিছুই মনে হয়নি। প্রথম ঘটনার সূত্রপাত খেলা শুরুতেই।

খেলা শুরুর সময় আমরা জানতে পারলাম আমাদের একজন ফ্রেন্ড আজকে ভারতের সাপোর্ট করতেছে। প্রথমে ভেবেছিলাম মজা করে বলতেছে, কিন্ত আস্তে আস্তে বুঝতে পারলাম সেটা কোনও ফাজলামো নয়। যুক্তি খুবই সাধারণ, ২০০৭-এ যে ভুল(!) হয়েছে তা এবার যেন না হয়(বিশ্বকাপের মজাটা যেন শেষ না হয়)! দ্বিতীয় ঘটনা বাংলাদেশ ব্যাটিং-এর সময়ে(৮-১০ ওভার)। আমাদের আরেক ফ্রেন্ড আসলো চেহারা কালো টালো করে হতাশ হয়ে আসল যদিও তখন বাংলাদেশের অবস্থা ভালো। আমরা তাকে চেতানোর চেষ্টা করতেই সে প্রচন্ড রেগে গেল।

আমরা কিছুটা ঘাবড়ে গেলাম এবং কারন জানতে চাইলাম। সে জানালো তার মা, বড় ভাই এবং তার এক কাজিন আজকে ভারতের সাপোর্ট করতেছে। সঁন্ধ্যায় পূজার পর যখন ভারতের জন্য প্রার্থনা শুরু করে তখন সে বাসা থেকে বেরিয়ে আসে। এরকম সাপোর্ট ১০-১২ বছর আগে করলেও একটা কথা ছিল যখন এদেশের ক্রিকেট মানে ছিল এন্টারটেইনমেন্ট। নিজের দেশের ম্যান্দা মারা খেলা দেখে মজা নষ্ট না করে ভারত পাকিস্তানের খেলা দেখা।

কিন্তু আমরা তো সে সময় পার করে এসেছি। এখন আমরা বীরের মত খেলি। যে কোনও দেশের সাথে জেতার সামর্থ রাখি। হারলেও বীরের মত হারি। তাহলে এখন কেন আমরা নিজের দেশের পরিবর্তে প্রতিপক্ষ অন্য দেশের সাপোর্ট করব? ক্রিকেট এন্টারটেইনমেন্ট ঠিক আছে কিন্তু সবার আগে তো নিজের দেশকে সাপোর্ট করতে হবে।

শত হোক আমরা তো বাংলাদেশী, এটা তো ভুলে যাওয়া ঠিক হবে না। [আমি ঠিক মত গুছিয়ে কথা বলতে পারি না, আশা করি নিজ গুনে ক্ষমা করে দিবেন। আর এখানে কেউ ধর্মকে টেনে আনবেন না। কারন প্রথম ঘটনার নায়ক মুসলমান। ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.