আমাদের কথা খুঁজে নিন

   

অপরিকল্পিত নগরায়নের হুমকিতে আছে দেশের ক্রমবর্ধমান শিল্পএলাকাগুলো।



Click This Link অপরিকল্পিত নগরায়নের হুমকিতে আছে দেশের ক্রমবর্ধমান শিল্পএলাকাগুলো। যত্র তত্র গড়েতোলা হচ্ছে বড় বড় বিল্ডিং ও কলকারখানা। সিটি কর্পোরেশনের কোন নির্দিষ্ট নিতিমালার প্রয়োগ ও মনিটরিং না থাকায় হয়ত অদুর ভবিষ্যতে ঢাকার মত ভাগ্য বড়ণ করতে হতে পারে এ মুহুর্তে নিশ্চিন্তে বসবাসকারী মানূষদের। গাজীপুর তার অন্যতম উদাহরন। শিল্পায়ন বান্ধব পরিবেশ থাকায় প্রচুর কলকারখানা ও আবাসীক এলাকা গড়ে উঠছে প্রতিনিয়ত।

লক্ষ কোটি লোকের কর্মসংস্থান গড়েউঠছে সেই সাথে প্রয়োজনীয় হয়েপরছে পর্যাপ্ত রাস্তা-ঘাট । কোন নির্দিষ্ট কোড না মেনে যেখানে সেখানে ইচ্ছেমত তৈরী হচ্ছে ঘরবাড়ি ফলে ক্রমবর্ধমান এই নগড়ে যখন প্রসস্ত রাস্তার দরকার হবে তখন সিটিকর্পোরেশনের আদেশেই হয়ত ভেংগে ফেলতে হবে সেসব ঘরবাড়ি। কিন্তু একটু সচেতন তথা প্রশাসনীক নজরদারী থাকলে আজথেকেই পরিকল্পিত নগড়ের প্রস্তুতি নেয়া সম্ভব। কিন্তু সেটা হবেনা কারন কিছু টাকার বিনিময়ে এ দেশের সরকারী পরিকল্পনা থামিয়ে দেয়া সম্ভব। এসব সম্ভাবনা পরিকল্পিত নগরায়নকে মারত্বক ভাবে বাধাগ্রস্থ করে যেমনটি হয়েছে মেগাশহর ঢাকার ক্ষেত্রে।

হাতিরঝিল প্রজেক্ট যে কারনে এখনো সফল হয়নি। যেকোন দুর্ঘটনায় উদ্ধার কাজ ব্যহত হয় পর্যাপ্ত রাস্তার অভাবে। সমস্যা শরু হবার আগেই কি জাগবে কোন সংস্লিস্ট প্রতিষ্ঠান?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.