ইরাকি স্টাইলে আফগানিস্থানে জঙ্গি বিরোধী অভিযান চালালে জঙ্গিবাদকে আরো উসকে দেবে। পাকিস্থান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান যুক্তরাষ্ট্রকে সর্তক করে দিয়ে বলেছেন- ডেমোক্রেট দলয়ি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও জো বিডেনের প্রতি সমর্থন ব্যক্ত করে ইমরান খান বলেন, অফগান্থিনে অতিরিক্ত মার্কিন সেনার উপস্থিতি কোন ভালো ফল বয়ে আনবেনা। পাক-আফগান সীমান্তবর্তী এলাকা থেকে আল কায়েদা ও তালেবান নেতাদের ধরার জন্য ওবামা ইরাক থেকে সেনা প্রত্যাহার করে আফগানিস্থানে মোতায়েন করতে চায়। ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে তার ভর বহন করতে হবে আফগানিস্থান ও পাকিস্থানকে । জঙ্গিবাদ মুখে মুখে দমন করা খুব সহজ।
ক্যান্সার আক্রান্ত হলে ডিসপ্রিনের মতো সাধারন ওষুধ দিয়ে তার যেমন চিকিৎসা হয়না। তেমনি জঙ্গিবাদ দমন করতে শুধু পরিকল্পনা বা সেনা সংখ্যা বাড়ালেই হবেনা। আর ইরাক এবং আফগানিস্থানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একটি দিয়ে অন্যটিকে বিচার না করাই উচিত। কাজেই জঙ্গিদমনে যে সিদ্ধান্তই নেওয়া হোকন না কেন তা সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।