আমাদের কথা খুঁজে নিন

   

অপরিকল্পিত রাজধানী আর চাই না ।



দিনকে দিন ট্রাফিক জ্যাম বাড়ছে । এজন্য ট্রাফিক ব্যবস্থা দায়ী । তারচেয়ে বেশী দায়ী অপরিকল্পিত স্থাপনা । যেমনঃ হওয়ার কথা ছিলো 5 Star Hotel হয়ে গেলো Square Hospital । এক সময় পান্থপথ রাস্তা দিয়ে খুব আরামে যাতায়াত করা যেত, এখন Square Hospital, সমরিতা Hospital, বসুন্ধরার জন্য পুরো রাস্তাই জ্যাম হয়ে থাকে ।

ঠিক একইভাবে Central Hospital, Lab Aid Hospital জন্য গ্রীন রোডের মুখটা জ্যাম হয়ে থাকে । এই সব চিন্তা করলে Appollo Hospital কে ধন্যবাদ দিতে হয় । আমার চিন্তায় আসে না একটা 5 Star Hotel কিভাবে Square Hospital হয়ে যায় ! বড় লোকদের এই Hospital বা Market এর জন্য সাধারন মানুষ কেন ভোগবে ? তারাও আবার সরকারি রাস্তার উপর দিয়ে Private ওভার ব্রীজ করে নিয়েছে । আর অপরিকল্পিত কিছু চাই না । এই সরকারের কাছেও চাওয়ার কিছু নাই ।

আসছে নতুন সরকারের কাছে পরিকল্পিত ঢাকা চাই । সরকার ও বিরোধীদল মিলে এই পরিকল্পনা করুক । যাতে এর ধারাবাহিকতা বজায় থাকুক । বিঃ দ্রঃ - জাপান গার্ডেন সিটি দেখলে আমার মাথা ঘুরাইয়া যায় । মনে হয় এখনে যারা থাকেন তাদের অক্সিজেনের সংকট হবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.