যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সুবিধাবাদী একটা গল্প লেখার চেয়ে পরিকল্পিত একটা অঘটন ঘটানোর লক্ষ্যে
দুই দীঘল পুরুষের যাত্রাপথে একরাশ অভ্যর্থনায়
নেহায়েতই অব্যর্থ ভ্রুক্ষুটি ছিল
স্কুলের ব্যাগ, পেন্সিল, টিফিন-বক্স আর পানির বোতল
নেমপ্লেট, বয়স্ক গার্ডিয়ানের আশ্রয়ী হাত
রাস্তার পাশে হোটেলের আব্রু ঠেকিয়ে
সেঁধিয়ে যাওয়া বায়নুকলার
আরেকটু উপরে সিঁড়ি ভেঙে আদিম ব্যবসা
সুবিধাবাদী একটা কবিতার চেয়ে অপরিকল্পিত একটা গল্পের সাথে
যেইমাত্র পরিচয় হলো অসার ভগ্ন সারথীর
অথচ উত্তেজনার রক্ষাকবচে ব্যাগ-বই-চাকুরী গুছিয়ে
তারপরেও ভ্রু-কুচকে আমার থাকতেই হলো
নির্ভরতার সুবিধাবাদী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।