আমাদের কথা খুঁজে নিন

   

বেবী, ভালোবাসা কারে কয়?



তোমরা যে বলো দিবশ-রজনী ভালোবাসা ভালোবাসা,বেবী ভালোবাসা কারে কয়? যাদেরকে ভালোবাসার মানুষ আছে,তাদের জন্য তো প্রতিদিনই ভালোবাসা দিবশ,আর যাদেরকে ভালোবাসার মানুষ নাই তাদের জন্য কি ফাল্গুনের দ্বিতীয় দিনও কি কোন সুবিধা করতে পারবে? তাহলে বছরের বাকী ৩৬৩ দিনকে বরখাস্ত করে,হঠাৎ একদিনকে ভালোবাসা দিবস হিসেবে বেছে নেয়া কেন? তাও না হয় বুঝলাম,আড়ং,বেরং,আর্চিজ,হলমার্কেরও তো বেচা-বিক্রির দরকার আছে। কিন্তু ভালোবাসা দিবশের শুভেচ্ছা,সেটা আবার কি বস্তু? ''তোমাকে পয়সা খরছ করিয়া ভালোবাসা প্রদর্শনের উপযুক্ত মনে করিলাম না,তবে সৌজন্যতা রাখিলাম,আর এরই মাধ্যমে তোমাকেও একদিনের ভালোবাসার আনুষ্ঠানিকতায় উৎসাহিত,অনুপ্রণিত করিলাম'' চোখের পানি মুছে দেবার মানুষ পাওয়া যায় না,ভালাবাসা দিবশের শুভেচছা ভরা কার্ড! হায়রে মানুষ,উড়ানোর মত পয়সার অভাব নাই কিন্তু সহানুভূতি দেখানোর মত অনুভূতির বড় অভাব।কেন?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.