আমাদের কথা খুঁজে নিন

   

।একটি বিশেষ বিগ্ঞপ্তি// সংসদে বেবী সিটার প্রয়োজন



আমার সন্তানকে হীণমণ্যতায় ভোগা থেকে আমাকেই রক্ষা করতে হবে । তাই ওর হাত দিয়েই আমার বাসার পতাকাটি পাঠিয়ে দিলাম ওর ক্লাসের জন্য। যে কোন কারণেই হোক ক্লাসে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা থাকলে ও বাংলাদেশেরটা ছিল না । অভিযোগ করে এলাম তবে কতৃপক্ষ কবে যোগাড় করবে তার জন্য অপেক্ষা আর আমি করলাম না । আমার ছোট্ট তিন বছরের মেয়ে , কত সাবধানে যতনে দুহাতে শক্ত করে তার নিজের দেশের পতাকা ধরে ছোট ছোট পায়ে কত গর্বের সাথে যাচেছ তার ক্লাশে এমন দৃশ্যে আমার মন ভরে গেল ।

বুকের ভেতর টিপ টিপ করে একফোঁটা দুফোটা পানি পড়লো । আমাদের সন্তানরা জানে তারা ভেসে আসেনি । তাদের ও আছে একটি স্খায়ী ঠিকানা , আছে গর্বিত ইতিহাস আছে একটি পতাকা । সবুজের মাঝে লাল । বাংলাদেশ ।

আধো আধো বোলে যখন সে বলে ‘আমার দেশ বাংলাদেশ। ’বাংলার আকাশে বাতাসে মিশে থাকা , সালাম রফিক বরকত সহ ত্রিশ লক্ষ , লক্ষ লক্ষ শহিদের আত্মা সস্ত্বির নি:শ্বাস ফেলে ,চোখে মুখে তৃপ্তির হাসি নিয়ে একে অন্যকে বলে , ‘বৃথা যায়নি কিছুই বৃথা যায়নি । ’ কিন্তু আমরা বাংলার মাটিতে সদর্পে হেঁটে বেড়াচ্ছি বড় বড় খোকা খুকুরা । তারা কি এই শিশুগুলোকে দেখতে পাচ্ছি ? শুনতে পাচ্ছি ওদের হাহাকার ?কেমন অবাক আর সন্দিহান চোখে ওরা তাকিয়ে আছে আর এসব কাঠবিড়ালীদেরকে বলছে ‘জামাটা নেবে?’ ‘জুতোটা নেবে’? .....খাও একা পাও যেথায় যেটুক । ওমা তুমি ....... ।

ওরা ওদের সব খেলনা দিয়ে দিতে রাজী...তবু ও যদি দেশটাকে বড় বড় খোকা খুকুরা খেলণা ভেবে এভাবে তছনছ করে ভেঙে না ফেলে । এটাতো ওদের দেশ । হ্যাঁ , আমাদের দেশের রাজনৈতিক নেতা নেত্রীদের কান্ড কারখানা দেখে প্রতিটি অবোধ শিশু ও বোধহয় ভাবছে ’বেবী সিটিং’ করা দরকার । আর আমরা ? সুস্থ স্বাভাবিক সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষ কি ভাবছি? ‘বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?’ কিম্বা কে গিয়ে বলবে,,সোনামণি এভাবে নয় ,সমাজে কথা ’বলার নিয়ম কানুন আছে । এটা সংসদ , খেলার মাঠ না ।

’ লক্ষীসোনা আমার, একটু ধৈর্য্ ধর । ’কিম্বা কঠিন ভাবে-- ‘ আবার যদি তুমি এমন করেছ, বার বার পুতুল গুলোর ,খেলনা গুলোর ,পোষা পাখীগুলোর নাম বদলিয়েছ, ( মনে রাখতেই আমার জান শেষ !) ঘরের দরজা খুলে চোর ঢুকতে দিয়েছ , ঘরের জিনিস বাইরে ফেলে দিচ্ছ, বাইরের মানুষের কাছে নিজেদেরকে ছোট করেছ , সারাক্ষণ ভাইয়ে ভাইয়ে বোনে বোনে চুলোচুলি করেছ ---সন্ধ্যায় বাসায় কোন টিভি নেই । ’’ কিছুদিন ধরে সংসদে যা হচ্ছে তা দেখে-- ভাবছেন বলব রাগে আমার গা জ্বলে যাচ্ছে, নিজেকে কেমন পাগল পাগল লাগছে? না এসব কিছুই না । লজ্জায় মাথা কাটা যাচ্ছে । সংসদ একটি দেশের সর্বোচ্চ এবং সর্ব্ বৃহত সভা ।

বিশ্বায়নের এই যুগে ,সভ্যতার এই চরম শিখরে এসে এথনও আমার দেশ কোন তিমিরে ?পম্চিমা দুনিয়ার কথা না হয় বাদই দিলাম । প্রতিবেশী দেশের দিকে তাকালে ই আমরা দেখতে পাই সংসদের দৃশ্য কেমন হওয়া উচিত । গণতনেত্রর স্বরুপ কি । এই যে এক এক টি চেয়ার যেখানে বসে আছেন একজন সংসদ সদস্য তিঁনি কি আসলে কোন ব্যক্তি? না , তিনি কোন একজন ব্যক্তি বিশেষ নন । ।

তিনি জন প্রতিনিধি । জনগনের ভোটে নির্বাচিত হয়েই দেশের সর্ব্ বৃহত মন্চকে খেলার মাঠ বানিয়েছেন । যেন ফুটবল খেলার মাঠ । গোল দিতে ব্যস্ত সবাই । খেলার মাঠে ও অবশ্য ‘ফাউল’ বলে একটি শব্দ আছে ।

কী জানি তা হয়তো শুধুই বড়দের খেলার মাঠে । এ লজ্জা জনগনের, আপনার আমার , বাংলাদেশের । বিলোধী দল সংসদে গিয়েছে , দেশে গণতন্ত্র এসেছে আমরা সবাই খুশী । কিন্তু কেনইবা একদল ডেকেছে আর কেনই বা আর একদল গিয়েছে আমার মাথায় কিছুই আসছেনা । সমস্যা জর্জরিত জনতার প্রতিনিধিরা ব্যক্তিগত ক্ষোভ আক্রোশ নিয়ে মহাব্যস্ত ।

দশ বছর বিষ বছর আগে কী হয়েছিল তা নিয়ে ঝড় তুলে যাচ্ছে সংসদে অথচ পাঁচ বছর পরে কি হবে ? পাঁচ দিন পরে কি হবে ?ভবিষ্যতের কোন সমস্যা বা সম্ভাবনা একটি টোকা ও মারতে পারছে না। । বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান ও জিয়াউর রহমান দুজনই জাতির নেতা । দুজন ই সংসদের কাছ থেকে সন্মান সূচক সম্বোধন ও আচরণ প্রত্যাশা করেন । অশালীণ আচরণ ,মন্তব্য শুধুমাত্র সভ্যতার পরিপন্থিই নয় গণতনেত্রর জন্য ও হুমকি স্বরুপ ।

এই দুই শ্রদ্ধেয় বিদেহী আত্মা হয়তো সব দেখছেন আর কন্ঠে কন্ঠ মিলিয়ে বলছেন --’ আগে যদি জানতাম....’ দুজনেই দেশকে ভালো বেসেছিলেন । কাজ করেছেন এবং জীবন দিয়েছেন । আমাদের মাননীয় স্পীকার সাহেব চেষ্টা করছেন । ওনার বেবী সিটিং এর ট্রেনিং নেওয়া নেই । এখন হয়তো অনুতাপ করছেন, ভাবছেন, ’ছেলেপুলে গুলোকে ছোটবেলায় ওদের মার হাতে ছেড়ে দিযে আইন আর প্রশাসনিক কাজে এত বেশী সময় দিয়ে কী ভুল ই না করেছি ।

এখন এই বাচ্চাগুলোকে কিভাবে সামলাই !’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.