সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
এ বছরের জানুয়ারিতে বাথরুমে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আঘাত পান চলচ্চিত্র অভিনেতা বেবী জামান। চিকিৎসকের পরামর্শে তখনই তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লালমাটিয়ার নিজের বাসায় নেওয়া হয়।
কিন্তু কয়েক দিন পর থেকে তাঁর শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। মূলত ২০০৩ সালে হার্ট ফাউন্ডেশনে তাঁর ওপেন হার্ট সার্জারির পর থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন। বেবী জামান ডায়াবেটিস, মুত্রনালীর সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। গত কয়েক দিনে বেবী জামানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। জানা গেছে, বুলবুল আহমেদ মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তাঁকে নিয়ে পরিবারের সবাই বেশ দুশ্চিন্তায় আছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
১৯৩৩ সালের ২৮ জানুয়ারি মাসে কলকাতার বর্ধমানে প্রবীণ এই অভিনেতা জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বোনের মধ্যে বেবী জামান চৌধুরী মেঝো। তাঁর পারিবারিক নাম চৌধুরী বদরুজ্জামান।
বেবী জামান প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন কাজী খালেকের নির্দেশনায় তিনি ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে। এ ছবিতে তিনি অভিনয় করেন কমেডি চরিত্রে। ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে প্রথম অভিনয় করলেও হলে বেবী জামানের প্রথম ছবি মুক্তি পায় সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’।
বেবী জামান ৫০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে ‘কাগজের নৌকা’, ‘৩ নং ফেকু ওস্তাগার লেন’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘দুই ভাই’, ‘জীবন থেকে নেয়া’, ‘মোহসীন’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘সমাপ্তি’, ‘যোগ বিয়োগ’, ‘টাকা আনা পাই’, ‘দুটি মন দুটি আশা’, ‘অচেনা অতিথি’, ‘বড় বউ’ প্রভৃতি।
ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি প্রযোজনার কাজও করেছেন।
সুত্রঃ প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।