Hope is immortal
আজকের পত্রিকায় যা দেখলাম তাতে হতবাক না হয়ে পারলাম না। গণমাধ্যমেও একটি পক্ষ আরেক প্রতিপক্ষকে ঘায়েল করার কি কুৎসিত আচরন শুরু করেছে!
প্রথম আলো ও এর সম্পাদকের বিরুদ্ধে মানুষ ভাড়া করে মানব বন্ধন কর্মসূচি আয়োজন করেছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ যেখান থেকে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলী সান নামক পত্রিকাত্রয় বের হয়। এবং নতুন সংযোজন অনলাইন পত্রিকা বাংলা নিউজ ডট কম।
হঠাৎ এই পত্রিকা তিনটি বের করার কারন একটিই প্রথম আলো ও ডেইলী স্টার পত্রিকা দুটিকে মার খাওয়ানো। কেননা, এই পত্রিকা দুটি বসুন্ধরা গ্রুপের মালিক সোবাহান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইংলিশ খ্যাত, স্পাইকম্যান লুৎফুজ্জামান বাবর এবং ম্যাডাম জিয়ার কুপুত্র তারেকের মাঝে একটি অনৈতিক আর্থিক লেনদেনের কথা প্রকাশ করে। যার ফলে, বসুন্ধরা গ্রুপের মালিককে এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে। এই তথ্য মিডিয়ার সাথে সংশ্লিষ্টরা যেমন জানেন, তেমনি ব্লগের অনেকেই জ্ঞাত।
যাই হোক, প্রতিযোগিতামূলক বাজারে কে কয়টা পত্রিকা বের করবে কিংবা কিভাবে এর প্রচারণা চালাবে তা চিন্তার কিছু নয়। কিন্তু যখন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এমন নোংরা কারসাজির আয়োজন করা হয় তখন সত্যিই মনে প্রশ্ন জাগে, আমারা কি সভ্য জগতে বাস করছি? আর গণমাধ্যমের স্বাধীনতার নামে কি আমরা তাদের হাতে স্বেচ্ছাচারিতা তুলে দিচ্ছি না?
এতে ভবিষ্যতে গণমাধ্যমে শুধু দুর্বৃত্তায়ন ঘটবে না, এর উপযোগিতাও হারাবে।
সম্পূর্ণ সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।