আমাদের কথা খুঁজে নিন

   

গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে

অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস

আওয়ামী লীগ '৭৫ এ বাকশাল কায়েম করতে গিয়ে ৪ টি ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেয়। দলটি গণমাধ্যমের সমালোচনা সহ্য করতে পারে না। তাই গলা টিপে ধরে, ক্ষমতা পেলেই। প্রত্যক্ষ-পরোক্ষভাবে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করে। দলটির ফ্যাসি কর্মীরা রাজপথে মানুষ হত্যা করে পিটিয়ে, আনন্দ করে।

সাংবাদিকদের দেখে নেয়, একহাত নেয়। মতপ্রকাশে বাধা দেয়। হুমকি দেয়। হত্যাকরে। (অন্য দলের সরকার যে করে না তা নয় তবে আওয়ামী লীগ সরকারের পরিসংখ্যানই বেশি।

) গতকাল এটিএন বাংলার এক ক্যামেরাম্যানকে হত্যা করেছে কে বা কারা। আশা করা যায় এরও বিচার হবেনা, ঘাতক চিহ্নিত হবেনা । দলটির সরকার তার বিচার করে না। মদদ দেয়। সম্প্রতি চ্যানেল ওয়ান খোড়া অজুহাতে বন্ধ করে দেয়।

চ্যানেল ওয়ানের রাজনৈতিক আদর্শ কী তা কোন বিষয় নয়। চ্যানেলটি গণমাধ্যম এটাই কথা। শোনা যায় আরও কয়েকটি গণমাধ্যম রোষানলে পড়তে পারে। তালিকায় আছে। কালো তালিকা।

এভাবে চলতে থাকলে দেশের চূড়ান্তভাবে ১২টা বাজতে কতক্ষণ? সরকারকে পরামর্শ, সবকটি গণমাধ্যম বন্ধ করে দিন (সমারোচনা করে যেগুলো)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.