আমাদের কথা খুঁজে নিন

   

গণমাধ্যমের আগ্রাসন

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

গণমাধ্যম তথ্য বিনোদনের আড়ালে ভোগবাদী সংস্কৃতির বিজ্ঞাপন চালিয়ে মানুষের মনোজগতে আগ্রাসন চালানো হচ্ছে। দর্শকের অবচেতনে চলছে মগজধোলাই। কিংবদন্তী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিতে রাজার জন্তরমন্তর ঘরের মতো টেলিভিশন এখন মগজধোলাইয়ের বাক্স। এক ধরনের হেজিমনি তৈরি করে চলেছে। গনমাধ্যম এখন অনেক ক্ষেত্রেই হচ্ছে শ্রেনী মাধ্যম।

সাধারণ মানুষের উপস্থিতি এতে খুব কম। বাংলাদেশের গনমাধ্যমে রাজনীতির সংবাদই বেশি থাকে। টেলিভিশনরে সংবাদ এখন বিনোদনেরও অন্যতম মাধ্যম হয়ে দাড়াচ্ছে। কিন্তু সেই সংবাদের আধেয়তে কতটুকু গনমানুষের কথা থাকে তা কেউ খেয়াল করে না। আর বাংলাদেশ টেলিভিশনতো সাহেব বিবি গোলামের বাক্স।

যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের গোলামী করে চলেছে তারা। আর সাধারণ মানুষ হিসেবে আমাদেরও তা মুখ বুজে সহ্য করতে হবে। সরকারের মুখপাত্র যেন জনগণের টাকায় চলা এই মাধ্যমটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.