জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক বায়তুল মোকাররম আক্রমনের খবর দিচ্ছে আমার গণমাধ্যমের বন্ধুরা।
কি দিচ্ছে খবর?
কেন দিচ্ছে এরকম খবর?
ধর্মের সুড়সুড়ি না জাগালে কি টিআরপি বাড়ে না।
ইসলামপন্থি দল, মুসল্লি - এসব কি ভাষা?
আরে বাবা আক্রমণ করেছে যারা - তারা জামাত, শিবিরের ক্যাডার।
ওলামা মাশায়েক এর, হেফাজতে ইসলাম - নামে জামাত-শিবিরের সন্ত্রাসীরা।
তারা মুসল্লি না।
দয়া করে বারবার মুসল্লি, মুসল্লি বলে গলা ফাটাবেন না।
ওরা যা, তাই বলুন।
ওরাও খুশি হবে। মুসল্লিদেরও দুর্নাম হবে না।
**** যার যে সাংবাদিক বন্ধু এখানে কাজ করছে তাকে দয়া করে বিষয়টি বোঝান *****
দ্রষ্টব্য : জামায়াতে ইসলাম কে - নিন্দুকেরা কেউ কেউ - জামাঈ জেহাদে ইসলাম / জামা(কাপড়)তে ইসলাম বলে।
ওদের কথায় কান দেবার দরকার নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।