আমাদের কথা খুঁজে নিন

   

রোদেলা দুপুর।।।



সকাল বেলা থেকেই মাথার ডান পাশটা চিরচির ব্যথা করছে। তারপরও অফিসে যেতে হবে ভেবে নিজের উপরই বিরক্তবোধ জিসান । স্যারকে একবার ফোন ও দিয়ে ছিল, স্যার বলেছে, যেভাবেই পার অফিসে আসতে, । কি জানি বিশেষ কাজ আছে... । ।

। নিজের অনিচ্ছা সত্বেও অফিসে আসতে হলো.. অফিসে এসে যখন দেখল স্যার এখনো অফিস আসেনি তখন আরো মেজাজটা বিগড়ে গেল.... । । স্যার ইচ্ছা করলে পারত ছুটিটা দিতে। কিসের স্যার আর কিসের কাজ ।

উহু অসহ্য। স্যারকে কয়েকবার ফোন দিয়েও সংযোগ পাওয়া গেল না,,,,,,,,,,আর স্যারই কেমন একটা ফোন ও দিলো না। ধুর তরি ছাই.. নিজের টেবিলে আধো ঘুমে আধো জেগে কাটতে লাগল... যখন দুপুর ঠিক তখনিই স্যারের ফোন এল.. : হ্যালো, স্যার আসসালামু আলাইকুম : সরি, তোমাকে আসলে বলে আমি নিজেই আসতে পারিনি.... : স্যার এখন কি আসবেন... : না, শুন তোমাকে যে জন্য আসতে বলেছিলাম, একটা মেয়ে আসার কথা ছিল সকাল বেলা... কি এক কারনে জানি সকাল বেলা আসতে পারবে না বলল, সেই কারনে আমিও সকাল বেলা আসিনি,, তাছাড়া আমার নিজের একটা কাজ ছিল.. তোমাকে ফোন পযর্ন্ত করতে পারিনি.. : (চলবে) :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.