আপন বেগে নদী বললে আমায় ডেকে এত বহে জলদ্বারা সঞ্জিত এই বুকে তৃপ্তি নিয়ে সবাই নামে সুধা করে পান দুকূলে যে উথাল পাতাল সর্বনাশা বান সবাই আমায় প্রয়োজনে ব্যবহার করে থাকে কেহ সোনার ফসল ফলায় নানা চিত্র আঁকে কেহ কুল দখল নিয়ে বানায় প্রাসাদ বাড়ী কোথাও আবারব্রিজ বানিয়ে চালায় সেথা গাড়ি যখন আমার বিনাশ বেলায় কেউ হয় না সাথি বৃষটির দিনে মেঘলা ভেলায় হয় মাতামাতি । এবার সুধাই নদী চিরটি বয়ে নিরবধি ভোরের আলোয় তোমার নিকট আসি চলে যদি কি দেবে ভাই শান্ত নয়ন নীলাভ তনুমন নাইতে যাব সঙ্গী হবে জুড়াইব অঙ্গন । সন্ধ্যাতারার হাতছানি তায় বুকে পড়ে ছায়া চাদের হাসি লুটায় কভু জোছনা ঝরায় মায়া । পাখির ডানায় দেখি কভু নীল আকাশের ছবি কল্পনাতে আঁকে ভাষা কোন নিরব কবি । রাখাল বালক গান শুনায়ে ছন্দ তালে হাটে আমায় নিয়ে কাব্য সাজায় চাষি পাশের মাটে আর ললনাময়ি কোন নারি মিতালী যায় এঁকে দেহ মন সবি বিলায় নেমে কলসি লয়ে কাকে দুরের দেশে কতজনা এই বুকে জমায় পাড়ি অস্ত রবিও কয় যে কথা বিচিত্র রঙ মাখি । মিথ্যা নয় সবই সত্য জানি হে নদী রঙ ধনু রঙে তোমায় আবার সাজিয়ে দেই যদি কি দেবে ভাই সবই যে পাই তোমার নৃত্য ছন্দ নদী কহে রোদেলা হাসিতেও আজি বৃষ্টির গন্ধ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।