---স্বপ্ন ভঙ্গের কষ্ট, হূদয় ভরে থাক !!
!! সে যে নন্দন কারূকাজ
তার জন্য প্রহর গুনছিলাম,
অনেকটা রাতের মত সন্ধ্যার মায়া বুকে
আঁধারের সাধে রাতভর ঘর করা,
রাত গভির থেকে গভিরতর হয়
আঁধার আর জ্যোৎস্না খেলায়, বিমুখ অষ্টপ্রহর আমার
শুধু একান্ত আমার।
আমার একচিলতে তৃঞ্চায় গলা শুকনা কাঠ
মরা নদীর মত ঢেউবিহীন বুক,
শুধু বদ্ধ জলে অবগাহন।
সময় ক্ষণ আমার চির শুত্রু আজ,
ধরতে পারিনি তারে,
সে যে নন্দন কারূকাজ
ধুপ ছায়া আঁধারে মিলায় সর্বনাশ।
_________________
১৪১৭@ ৩০ মাঘ,শীতকাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।