আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।
আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ
আগামী রবিবারে ফ্যামিলী নিয়ে নন্দন পার্কে যাবো।
ঢাকা আগারগাও থেকে রওনা দেবো। প্রথমে যাবো মিরপুর তারপর সেখান থেকে নন্দন পার্কে।
কিভাবে গেলে ভাল হয়? পথে ঘাটে কি কি সমস্যায় সম্মুখীন হতে পারি। সঠিক পরামর্শ চাই।
ছোট বড় সব মিলিয়ে ১৪জন। একটা মাইক্রো ভাড়া নিতে চাচ্ছি। কথা থেকে ভাড়া নেওয়া যায়।
কিভাবে কি কি করতে হবে? কত নিবে? সারাটা দিনের জন্য লাগবে। মাইক্রো ভাড়া নিলে পথে কোন দুর্ঘটনা হলে এর দায়দায়িত্ব কি আমাদের নিতে হবে?
প্লিজ কেউ খোলাখুলি পরামর্শ দিয়ে সহায়তা করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।