আমাদের কথা খুঁজে নিন

   

আতঙ্কিত মানুষ: আছে কী শুদ্ধতম কোনো সমাধান??????

অনেক কথা বলবার আছে আমার...............সময়ের অপেক্ষায় - রাত বাড়ছে। মগজে প্রগাঢ় দাগ কেঁটে যাওয়া শেষ বিকেলের স্মৃতি ফিকে হয়ে আসছে। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল? - হুম্, এমনটাই হয়। মাথা কোনো কিছুকে দীর্ঘ সময় ধরে লালন করে না। কিন্তু বিকেলে তোমার এমন বিশেষ কী হয়েছিল? - না, তেমন বিশেষ কিছু না, আবার অনেক কিছু।

- যেমন? - যেহেতু আমি আক্রান্ত নই, তাই তেমন বিশেষ কিছু নয়। কিন্তু আমার চোখের সামনে এমন শান্ত শহরের অশান্ত নিঃশ্বাস- অনেক কিছুইতো। - তোমার অবস্থান অস্বাভাবিক কিছু না। স্বাভাবিক মনুষ্য চরিতের প্রতিবিম্ব বৈ ভিন্ন কিছু না। ঐ যে গানে বলেনা, তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা...... প্রিয় শহরের অস্বাভাবিক নিঃশ্বাস তোমার কাছে তেমন কিছুই নয়, আবার অনেক কিছু।

যাগগে, বলোতো কী এমন হয়েছে তোমার শহরের। - মানুষ আতঙ্কিত হয়েছে। - কিন্তু কেন? - শহরে বোমা ফুটেছে, গুলি হয়েছে। - কারা ঘটালো এমন ঘটনা? পুলিশ না জামাত শিবির? বিএনপি না আওয়ামিলীগ? - মানুষ ঘটিয়েছে। মানুষ আতঙ্ক সৃষ্টি করেছে, মানুষ আতঙ্কিত হয়েছে।

- বাজে কথা ছাড়ো। যারা এমন ঘটনা ঘটায়, ওরা অমানুষ। - কারা অমানুষ? পুলিশ?......জামাত, শিবির?......বিএনপি?.........আওয়ামিলীগ?.........কিংবা আরো বর্গ যেসব রয়েছে.......? - জানি, এমন লেবেল এঁটে দেওয়া ঠিক হয় নি। এর কোনো সঠিক উত্তর আমার কাছে নেই। বুঝতে পারছি দীর্ঘ তর্ক বিতর্ক হতে পারে।

কিন্তু শুদ্ধতম সমাধান সহজ নয়। - শান্ত শহরে মানুষ আতঙ্কিত হয়েছে। অনভিপ্রেত, ভীষণাতঙ্ক। প্যান্টে পলিশ করা শার্ট গুঁজে দেওয়া তেল চকচক গালের যুবক, ধান ক্ষেতের কাদাজলে আছড়ে পড়েছে, অতিপ্রিয় প্রাণটা বাঁচাতে। আমার পাশেই দাঁড়িয়ে ছিল।

এতো সুন্দর যুবক! গায়ে কাদা, নির্বিকার। যখন জিজ্ঞেস করলাম, কেমন করে হলো...........বললেন, তার পাশের একজন গুলি খেয়ে গায়ের উপরে এসে পড়েছেন, আর দুজনে মিলে ধান ক্ষেতে। কে বা কারা তাড়া করলো, গুলি ছুঁড়লো; সেটা ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু এই যুবকের মতো আরোও মানুষের এমন একটি বিকেল আদৌ কাম্য ছিল কি? কাম্য ছিল কি এমন অনভিপ্রেত ভীষণাতঙ্ক? - নিঃসন্দেহে ছিল না। যেমন তোমার কাছে ঘটনাটা তেমন বিশেষ কিছু না......., কারণ তুমি আক্রান্ত নও।

আক্রান্তের ক্রন্দন রোল, আর অনাক্রান্তের আহা......উহু........র বাংলাদেশ। অবশ্য কখনো কখনো অনাক্রান্ত আক্রান্তের যথোপযু্ক্ত শাস্তি হয়েছে বলেও ধরে নিচ্ছে!!!!! - প্রচন্ড সব শক্তির কাছে মানুষ সত্যি বড়ো অসহায়। রাষ্ট্র, ধর্ম, দল...........। স্রোতের মতো ভাসিয়ে নিয়ে যায়। তোমাকে আমাকে, আমাদের সবাইকে।

কখনো শক্তির সওয়ার হয়ে গ্রাস করি, আবার কখনো গ্রাসে পরিণত হই। ভীষণাতঙ্কীত হই............., অনুভূতির সমস্ত সীমা-পরিসীমা অতিক্রম করে ফেলি............ফেলছি.............বৃন্দচ্যুত শিউলির মতো। আছে কী এর শুদ্ধতম সমাধান????? - এমন প্রশ্ন..........ধাধার চেয়ে জটিল তুমি, ক্ষিধের চেয়ে কষ্ট...........আছে কী সত্যি কোনো সমাধান?????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.