উদ্বিগ্নতার মধ্য দিয়ে দিন কাটছে কন্ঠশিল্পী ন্যান্সির। আশঙ্কা করছেন যেকোনো সময় মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হতে পারে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, কয়েকদিন আগে ফেসবুকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তারপর থেকেই আমাকে নানান হুমকির মধ্যে পড়তে হচ্ছে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিকেরই এটি কাম্য নয়।
তিনি বলেন, আমি আশঙ্কা করছি যেকোনো সময় আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার মধ্যরাতে আমার নেত্রকোনার বাড়িতে পুলিশের পোশাকধারী ২০-২৫ জন লোক তল্লাশি করে আর আমাকে বলে সন্ত্রাসীদের আশ্রয়দাতা। ওই সময় আমি তাদের বলেছি, তাদের তথ্য সঠিক নয়। তারা বলেছে, আমাকে ও আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কুতিক সংগঠন জাসাস’র সভাপতি আব্দুল মালেক, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।