মিসরের রাজধানী কায়রোর ফাতেহ মসজিদে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আশ্রয় নিয়েছে মুরসির কয়েক শ সমর্থক। আটক হওয়া ও বেঘোরে প্রাণ হারানোর ভয়ে আতঙ্কিত তারা।
এসব মুরসিপন্থীর দাবি, সাদা পোশাক পরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হত্যা করার চেষ্টা করছে। সেনাদের দাবি, মসজিদের ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে। আজ শনিবার আল-জাজিরা ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
গতকাল শুক্রবার কায়রোর রামসেস স্কয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুরসিপন্থীদের সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়। এ ঘটনায় ব্রাদারহুড ও মুরসির সমর্থক অনেকে এখন আতঙ্কিত।
ওই মসজিদের ভেতরে থাকা একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরার খবরে জানানো হয়, এর ভেতরে প্রায় ৭০০ মানুষ আটকা পড়েছে। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ওই মসজিদের চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।