অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন
আমাদের এই দেশে প্রতিষ্ঠিত অনেকগুলো ব্লগ আছে, নাম নিতে গেলে প্রথমেই আসে সামহোয়ার , প্রথম আলো ব্লগ , মুক্তমনা এমন অনেক কিন্তু একটা প্রশ্ন প্রায়ই মনে আসে ভালো ফোরাম কয়টা আছে, বেশ কিছু ফোরাম হয়ত আছে, কিন্তু ভাল বলতে যা বুঝায় তা কয়টা আছে? হঠাত করেই একটা নতুন ফোরামের খোজ পেলাম রংধনু ফোরাম । দুইদিন দেখার পর রেজিষ্ট্রেশন করলাম, কিছু পোষ্ট ও করলাম । একটা জিনিস খুব ভালো লাগলো সেখানকার পরিবেশ এবং এডমিন ও মডারেটর রা সবাই খুবই আন্তরিক। প্রায় মাসখানেক আছি এর মধ্যেই মনে হয় আমরা সবাই একটা পরিবারের সদস্য হয়ে গেছি, এর মধ্যে অনেক উত্থান পতন দেখেছি, মোটামুটি একটা পর্যায় যখন ফোরামটি চলে গেছে, হঠাত কেউ সাইট টি হ্যাক করে, ভেঙে যায় মনের সব আশা ভরশা, কিন্তু আবার সবার দোয়ায় ফোরামটি চালু হয় নতুন ভাবে, ধীরে ধীরে আবার তা একটি মান সম্মত ফোরামে পরিণত হচ্ছে। সব চেয়ে ভালো লাগে এখানে টেকনোলজী থেকে শুরু করে নারী বিভাগ পর্যন্ত বিভিন্ন বিভাগ রয়েছে।
যার যে বিষয় নিয়ে লেখার মন চায় সে সেই বিষয় নিয়েই লিখতে পারে। আমি একটা অনুরোধ করেছিলাম এডমিনকে যেন ব্লগ নামে একটা বিষয় অন্তর্ভূক্ত করে। অন্যান্য সব সাইটে মডারেটর দের বকতে বকতে জান যায় কারণ তারা কোন কাজ সময়মত করেনা এখানে অনেক মডারেটর আছে যারা দেখবেন কোন সমস্যা জানানোর সাথে সাথেই দ্রুত পদক্ষেপ নেয়। আমার বিশ্বাষ খুব বেশি দিন নেই এই রংধনু ফোরাম টি দেশের সেরা একটা ফোরামে পরিণত হবে। কারণ এর প্রতি সবার ভালোবাসা, আর dedication ।
আমি বিশ্বাষ করি কোন কাজের প্রতি আন্তরিকতা আর শ্রম থাকলে যত কঠিনই হোক না কেন সেই কাজে মানুষ সফল হতে পারবেই।
বলছিনা সবাই দল বেধে এখানে গিয়ে রেজিষ্ট্রেশন করেন, বলছি কয়দিন দেখেন এই রংধনু ফোরাম টি। যদি ভালো লাগে আর আপনিও মনে করেন একটা মানসম্মত ফোরাম গঠনে আপনিও অংশীদার হবেন তাহলে যোগদান করেন, আপনার মনের কথা, অনুভুতি, চিন্তা ভাবনা না হয় আর একটা যায়গায় শেয়ার করলেন। তবে একটা গোপন কথা বলে রাখি যদি আপনি যথেষ্ট সক্রিয় ও ইচ্ছুক হন তাহলে মডারেটর এর পদ ও পেয়ে যেতে পারেন। তাই আসুন এখানে একটু ঢু মেরে যান, তারপর সিদ্ধান্ত আপনার।
অনেকে ই হয়তো বলবেন আমি মনে হয় বিনা পয়শায় বিজ্ঞাপন দিয়ে গেলাম, সত্যি কথা বলতে কি আমি এই ফোরামের কোন প্রকার পদেই নাই। ফোরামটিকে ভালো লাগে, সবার আন্তরিকতা
ভালো লাগে আর আমি চাই বাংলাদেশে একটা অনেক ভালো ফোরাম থাকুক তাই এই লেখাটি । সবাইকে আবারও রংধনু ফোরামের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ কষ্ট করে এই লেখাটি পড়ার
জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।