জীবন েযখােন েযমন
ছোট বেলা গ্রামের বাড়িতে দুপুর গড়িয়ে যখন বিকেল নামত
ছোট ছোট খেজুর গাছগুলো যেন দাড়িয়ে থাকত আমাদের অপেক্ষায়
আমরা পিচ্ছিগুলান শিয়ালী বেটার চোখ ফাকি দিয়ে ধান গাছের নাড়া দিয়ে পাইপ তৈরী করে ছোট ছোট সব গাছগুলোর রস এক টানে শেষ করে ফেলতাম।
এইসব শহুরে বোতলজাত জুস খেতে আর ভাল লাগেনা।
মন চায় ফিরে যাই ছোট বেলায়।
-গাছে উঠে ধান গাছের নাড়া দিয়ে পাইপ তৈরী করে খেজুর গাছের তাজা রস খাই।
ঘাস ফ িড়ং ধরার েখলায় মেতে উঠি।
পড়ন্ত বিকেলে কুত কুত খেলার ঝগড়াঝাটি আরো কত কি...................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।