ইটের ভাটায় পোড়ে মানবতা। পায়ে পায়ে শেকলের দাগ।
বিত্তবাসনার খাদে ডুবে গেছে নিতান্ত দরদ
মানুষ-পশুর লোম ওড়ে, লালা ঝরে, নখরের তীক্ষ্ণতাও হানে;
মানুষ কি পশুর অধম! পশুকে ছাড়িয়ে গেছে প্রযুক্তির কালে?
চতুর্দিকে বৃষ্টিপাত। জল নয়, রক্ত যেন ঝরে। গোপনে আঁধারে।
ভাষাও কুঁকড়ে যাচ্ছে, শরীর কুঁকড়ে যাচ্ছে সন্ত্রাসের আগুনের তাপে
লোভের উৎসাহে আজ পিস্তলে আঙ্গুল রাখে হিংসারূপী বাজ
ক্ষতবিক্ষত বুকের ছিদ্র থেকে স্রোতধারা বয় কৌণিক আর সমান্তরালে।
আঠালো চাকতি হয়ে এঁটে বসে হিংস্রতা-মুখোশ চতুর্দিকে
দমবন্ধ মানুষেরা তড়পাচ্ছে নিঃশ্বাসের পায়ে, নাভিশ্বাস নিয়তি এখন।
অনিঃশেষ পড়ে থাকে জীজীবিষা বন্দুকের নলের শীৎকারে
মানুষ সন্ত্রস্ত হয়, কাক ওড়ে, গোয়ালে বীভৎস হাম্বা রব ওঠে।
মধ্যযুগের ইন্দ্রিয় জেগে ওঠে, জেগে ওঠে প্রযুক্তির কালে
দশদিকে গজিয়েছে শেকড় বাকড়- এখন তা মহীরুহ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।