একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে...
সমস্যা হল রাতটাকে নিয়ে। সারাদিন অফিস শেষে অনান্য কাজ করে যখন ক্লান্ত দেহটাকে বিছানায় ছেড়ে দিই কিন্তু যখন অনেক চেষ্টা করেও নিদ্রাদেবীর কৃপা হয়না তখন খুব কষ্ট হয়। সমস্ত পৃথিবীটা যখন গভীর ঘুমে অচেতন, চারদিক নিস্তব্ধ তখন হয় এই কম্পিটারের সামনে বসে থাকা অথবা কোন বই নিয়ে শুয়ে শুয়ে চোখ বুলানো অথবা লো ভলিউমে গান শুনতে শুনতে কোথাও হারিয়ে যাওয়া, নস্টালোজিয়ার কাছে নিজেকে মেলে ধরা, জীবনের হিসেব নিকেষ করা, আরও কতকিছু ভাবনার মাঝে নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলা....আর আরও গভীর রাতের অথবা ভোরের অপেক্ষা করা।
মাঝে মাঝে এইসব কিছুই করতে ইচ্ছা করে না তখন শুধুই অন্ধকরে চোখ বন্ধ পড়ে থাকা, আর কষ্টের সাথে আলিন্ঙন করা। মাঝে মঝে ঘুম কিনে আনতে ইচ্ছে করে কিন্তু ভয় হয় একবার শুরু করলে যদি বাকি জীবনটাই তার দাসত্ব মেনে নিতে হয়!!!!
আগে তো এমন হত না....যেখানে শোয়ার সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া সাথে স্বপ্নের মাঝে বিচরণ করা, সকল ক্লান্তি দূর করে আবার নতুন উদ্যমে নতুন কিছু করার প্রেরণা পাওয়া।
আবার কি পাব সেই দিন গুলো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।