আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমাগত আত্মদান এবং দাম্ভিক হন্তারক

I like kids .I love them all

এক একটা চাপা কান্নার জন্ম দিয়ে ওরা চলে যাচ্ছে সিমিন গেছে,প্রচন্ড ভয়ে আর্তনাদ করে একটা ছোট্ট মেয়ে মায়ের বুকের শেষ স্বপ্ন তৃষাও গেছে একজন দুজন করে করে শেষে ইলোরাও চলে গেল। আকাশ ছাপিয়ে কাল মেঘ জমলো সমুদ্রে গর্জে উঠলো উত্তাল জলরাশি শনশন বাতাসে দুলে উঠলো ওপারের ঝাউবন শুধু কেপে উঠলোনা ঘাতকের বুক দুরুদুরু। বুকের মধ্যে ব্যাথাটা হুহু করে উঠলো পরিবার পরিজন এবং আমরা কদিন কেদে কেটে নিশ্চুপ এর পর আর কেউ কোন কিছু মনে রাখেনা মনে হয় আরেকটা অঘটনের অপেক্ষায় সবাই। আর কত মায়ের আঁচল অশ্রুতে ভিজে উঠবে মেহেদী রাঙ্গানোর আগে হাতটা নিথর হয়ে হয়ে যাবে তবে কি সব বিফল এই আজীবন সংগ্রাম একদিন সব নিথর হয়ে যাবে। আবার কোন ইলোরার চলে যাবার জন্য ঢাক ঢোল পিটিয়ে আয়োজন করতে হবে শুধু দাম্ভিক হন্তারকের দাম্ভিকতার শেষ হবেনা যদিও আমরা গগণ বিদারী আর্তনাদে কেঁদে উঠি। ০৭/০৪/২০১০ জাজাফী এস এম হল ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.