আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমাগত অনুগত হতে থাকি তোমার



ক্রমাগত অনুগত হতে থাকি তোমার [শাফিক আফতাব ] কেমন দাপট ছিলো আমার__কত ক্ষমতা কত হিংস্র ছিলাম আমি অথচ এখন ক্রমাগত অনুগত থাকি তোমার তোমার ভালোবাসার দিকে মুখ করে আমি সূর্যের অপেক্ষায় থাকি তোমার হৃদয়ের স্ফূরণ পেতে আামি ঠাঁয় দাঁড়িয়ে থাকি তীর্থের কাক যদিও তোমার সাথে আজ বিস্তর ফারাক তবু তোমার আগমন মনে হয় ! কখন হয় ! আমি এখন শীশুর মতোন লোলুপ হয়ে উঠেছি তোমার ভালোবাসার জন্য অথচ এক সময় তোমার ভালোবাসা পায়ে দলে দেশের সেবায় নিয়োজিত ছিলাম বিখ্যাত মানুষ হবো বলে তোমার ভালোবাসা ছুড়েঁ মেরেছি উচ্ছিষ্ট খাবারের মতোন অথচ আজ দীনদরিদ্র আমি দুমুঠো ভাত পাই না আপন পাইনা কাউকে কেউ এসে বলে না__আজ দিনটি কেমন গেলো আমার ? কেমন আছি আমি ? আমার অন্তরে অন্তর্গত কোনো দুঃখ কিংবা ভালোবাসার শিশির ভেজা বেদনারবিন্দুরা জমে কি না ? তোমাকে গোলাপ দিতে আমি প্রায়শ ভোর ভোর ঘুম থেকে উঠি শিশির ভেজা সদ্যফোটা গোলাপ তোমাকে দেবো বলে সারারাত একটি ভালোবাসার হৃদয় নিয়ে রাত্রি জাগি তোমার হৃদয়ের আবেশ নিতে হৃদ্যতার একটি উষ্ণতার প্রাঞ্জল বাক্যের আহবাণ পেতে আমি ক্রমাগত অনগুত হতে থাকি শীতের ঘুমঘুম রাত। সকল দ্বন্দ্ব ভুলে খুলে ধরো তোমাকে কাব্যগ্রন্থের মতোন তরতাজা অনুভব নিয়ে তুমি তোমাকে খুলে ধরো তোমাকে পাঠ করে আমি আবার স্বর্গলোকে যাবো দেশের সেবা করবো না__তোমাকে ভালোবাসবো শুধু, ক্রমাগত তোমার অনুগত হতে থাকবো। ১০.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.