আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমাগত বুত্তাবদ্ধ হই



ক্রমাগত বুত্তাবদ্ধ হই ক্রমাগত বুত্তাবদ্ধ হই__পৃথিবীর ছোট হয়ে আসে প্রেমের শরীর থেকে সুবাসরা বিদায় নেয় যেন আগুন্তক আগের মতোন স্বাদ নেই তোমায় ভালোবেসে__ মনের রঙিন ফড়িং আর মেলে না পালক। একদা বিস্তীর্ণ পৃথিবী ছিলো__জ্যোস্নাভরা ছিলো গোলচাঁদ তুমি এলে বাতাসরা কানে কানে বলে যেতো গোপণভ্রমণের সংকেত এখন দিন কাটে দ্বন্দ্ব_সংঘাতে, লেগে থাকে রোষ আর বিবাদ বুড়িয়ে গেছে আমার ভেতরের প্রেমের ভূত প্রেত। একদা স্বপ্ন ছিলো_লকলকে চোখের পাঁপড়িতে ছিলো ফুরফুরে দিন হাওয়ার সাথে পাল্রা দিয়ে ঘুরেছি পৃথিবীর নদী প্রান্তর মাঠ আজ চুকে গেছে জীবনের ভালোবাসার প্রেমের নিবিড় পাঠ মেদুল শরীরে আজ ক্রমশ বেড়ে জীবনের বোঝা আর ঋণ। ক্রমাগত বৃত্তাবদ্ধ হই__স্বপ্নগুলো মরে যায় সময়ের অভিঘাতে বাঁচতে তবু স্বাদ হয়__পৃথিবীর ধূলিকণায়__শরত প্রভাতে। ০৯.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.