যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মিল্কির সহযোগী সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম লোপা।
লোপা তার জবানবন্দিতে বলেন, তারেক খুব ধূর্ত। সে কাউকেই বিশ্বাস করত না। নিজের স্বার্থের জন্য সে সবকিছু করতে পারত। তবে অনেক আগে থেকেই তারেক, টিপু, আরিফ মিল্কি কাকাকে হত্যার পরিকল্পনা করে।অন্যদিকে মিল্কি ও তারেক নিহত হওয়ার পর তাদের সাম্রাজ্য দখলের পাঁয়তারা করছে মতিঝিলের খালেদ। পাশর্্ববর্তী এলাকার এক শীর্ষ সন্ত্রাসীর মদদে ইতোমধ্যেই এই বার্তা পেঁৗছে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাখাওয়াত হোসেন চঞ্চল পলাতক হওয়ায় তার এলাকাও অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
গত শনিবার গভীর রাতে বাড্ডা এলাকায় চঞ্চলের একটি দখল করা জমিতে শোডাউন করে যুবলীগ নেতা কাউসারের ক্যাডাররা। র্যাব-পুলিশ সূত্র বলছে, মিল্কি ও তারেকের কারণে এত দিন তাদের বিরোধীরা মাথাচাড়া দিতে সাহস পায়নি। তবে এ দুজন আগে থেকেই নজরদারিতে ছিল।
র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, মিল্কি হত্যাকাণ্ডের পর অপরাধ জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসছে। বিশেষ করে তারেককে গ্রেফতারের পর মিল্কি হত্যাকাণ্ডে চঞ্চলসহ নেপথ্যে থাকা অনেক শীর্ষ নেতার নাম জানা গেছে।
এরপর তারেকের ঘনিষ্ঠ লোপাকে গ্রেফতার করে তারেকের বক্তব্যের সঙ্গে তার তথ্যের মিল পাওয়া গেছে। তিনি আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তার সব কিছুই তারেককে কেন্দ্র করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে মিল্কি ও তারেকের সঙ্গে সরকারী ও বিরোধী দলের অনেক নেতা-কর্মীর বিরোধ ছিল_ সেসব ক্ষতিয়ে দেখা হচ্ছে। মতিঝিল, বাড্ডা ও গুলশান এলাকায় এখনো অনেক ভয়ঙ্কর সন্ত্রাসী রয়েছে। তাদের তালিকা করে তথ্য যাচাই-বাছাই চলছে।
কেবল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা হবে। এদিকে আদালতে হাকিমের কাছে দেওয়া স্বীকারোক্তিতে লোপা বলেছেন, সাগরের সঙ্গে আমার বিয়ে হয় ২০০৮ সালে। সে থেকে আমার কোনো সন্তান হয়নি। আমার সঙ্গে তারেক ভাইয়ের সম্পর্ক শুরু হয় এখন থেকে দেড় বছর আগে। তারেক ও মিল্কি বন্ধু ছিল।
লোপা তার জবানবন্দিতে আরও বলেন, তারেক খুব ধূর্ত। সে কাউকেই বিশ্বাস করত না। নিজের স্বার্থের জন্য সে সবকিছু করতে পারত। তবে অনেক আগে থেকেই তারেক, টিপু, আরিফ ভাইয়েরা মিল্কি কাকাকে হত্যার পরিকল্পনা করে। আমাকে এ কথা তারেক একাধিকবার বলেছে।
যেদিন মিল্কি কাকাকে হত্যা করা হয় সেদিন তারেককে রাত সাড়ে ১১টার দিকে মিল্কি কাকা গুলশানে যাচ্ছেন তা আমি জানাই। মতিঝিল এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিকভাবে মিল্কি কাকাকে পথের কাঁটা ভাবত তারেকরা। যে কারণে এরা অনেক আগেই মিল্কি কাকাকে হত্যা করার পরিকল্পনা করে। প্রসঙ্গত, গত সোমবার রাতে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান ওরফে মিল্কিকে গুলশানে শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত বুধবার যুবলীগ নেতা জাহিদ সিদ্দিকী তারেক র্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।