আমাদের কথা খুঁজে নিন

   

হত্যার রং খুঁজি

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আকাশের ওপারে মেঘ দিনের সবুজের মত গলে পড়ে বৃষ্টি হয়ে তুমি আমাকে বল নীল আমি বলি হলুদ বেগুনী রোদে সভ্যতার অভিশাপ উলম্বিক কালাশনিকভ উত্থিত তর্জমা, একগুচ্ছো বুক খোলা মন ঠিক আমার মতই, আমারই আপনজন ঠিক তোমার মতই, তোমা হতে দূর কোন ক্ষণ সূর্যাস্তের ওপারে নৌকা বেয়ে চলা একনিষ্ঠ দাঁড় কাক ঠোকরে ঠোকরে ডুবিয়ে দেয়া সমস্ত সমুদ্র একগুচ্ছো মরূভূমি, একরাশ বুনোঝোপ আগ্নেয়গিরির কালো লাভা আমাদের ঝাঝরা হয়ে যাওয়া চোখ অন্ধ হয়ে পড়া স্পর্শ আর এক বালতি টাটকা হৃদপিন্ড হঠাৎই ভাসিয়ে দেয়া সমস্ত রাজপথ ঠিক আমাদের মতই অর্থহীন, আর্তিহীন সশব্দ উদগিরণ সবাই বুকে হাত দিয়ে বলে এর রং লাল অনামিকার ক্ষতে সৃষ্ট, তীব্র জ্বালাময়ী লাল আমি বলিনা, বলাগুলো রংহীন ঘোলাটে হাহাকার কখনো যদি তুমি বল, তোমাকে হত্যা করি শুনেছি হত্যার রং হয়না তোমাকে হত্যা করে তাই হত্যার রং খুঁজি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.