আমাদের কথা খুঁজে নিন

   

এনজিও কাব্য...........

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

ভাবছি- চেতনার সমস্ত প্রবাহ একদিন হিম হয়ে গেলে- ভীড়ে যাবো উন্নয়নের বাজারে। মুদ্রারা কাগজ হয়ে আসবে আমাদের একাউন্টে----------- তারপর- উন্নয়নের নানান কনসেপ্ট ঘুরে বেড়াবে গ্রামে,মহল্লায়,আদিবাসী পল্লীতে, পকেট ভরবে আমাদের, নানাঘুনে গুনান্বিত বিশেষজ্ঞদের। এরপর একদিন প্রজেক্ট শেষ- দাতাদের টাকায় করা ভবন ভাড়া দিয়ে জীবন কাটে উন্নয়ন ব্যবসায়ীর, গরীব গরীবই থেকে যায়, আর...তখন সাবেক এনজিও কর্তারা. এসির হাওয়া খেয়ে....... প্রকল্পের চুরির টাকায় কেনা গাড়ীতে.. বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। । ---------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------- ভীষন জমজমাট এখন উন্নয়ন বাজার নানান পলিসি আর পিপি করতে করতে কেটে যায় উন্নয়ন ব্যবসায়ীদের সময়......... মানবাধিকার,শিশু ও নারী,সিডর,পরি্বেশ,ওয়াটসন গেছে..... সামনে আসছে আবার ক্লাইমেট বাজার ! এনজিও বাজারে নতুন পণ্য........ক্লাইমেট নেশায় বুদ নির্বাহী পরিচালক,কনসালটেন্টরা..... দলবাজ লোক আর নানান ধান্ধাবাজ ঝুটছে......... আছে জলবায়ু পরিববর্তন বিষয়ক সংসদীয় কমিটি আর সরকারী দলের এমপি মন্ত্রীদের আত্মীয়রা।

। । । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.