আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবন্ধী এনজিও কার্যক্রমের ওপর প্রতিবেদন:



‘বিপিকেএস’ কর্তৃক ‘পিএসআইডি’ প্রকল্পের মাধ্যমে হাজার হাজার তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধীরা আজ স্বাবলম্বী আজমাল হোসেন মামুন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় সকল ধরনের প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য। ‘বিপিকেএস’ প্রায় এক যুগ ধরে সানিটেশন, জব প্লেসমেন্ট প্রোগ্রাম, কমিউনিটি বেজ রিহ্যাবিলিটেশন (সিবিআর) সহ নানা সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করেন। কিন্তু এতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তেমন ফলপ্রসু ছিল না। ফলে উক্ত অবস্থার বিবেচনায় বিপিকেএস, দীর্ঘ ১০ বছর গবেষণা করে ১৯৯৬ সালে প্রতিবন্ধী জনগোষ্ঠির উন্নয়ন সহ সমাজ বা জাতীয় উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখতে পারে সে জন্য ‘‘ উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ’’ (পিএসআইডি)। ‘পারসনস্ উইথ ডিজএ্যাবিলিস্ সেলফ ইনেসিয়েটিভ টু ডেভেলপমেন্ট (পিএসআইডি) অর্থাৎ উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ’ এ্যাপ্রোচ এমন ধরনের একটি এপ্রোচ যা বাস্তবায়িত এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন তৈরীর মাধ্যমে পূর্বের দারিদ্র অবস্থা সম্পূর্ণ পাল্টে দেয়।

ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা স্ব-উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হয়। প্রথমে এটি পরীক্ষামূলকভাবে ১৯৯৬ সালে মানিকগঞ্জ জেলার তিনটি ইউনিয়নে শুরু করা হয় এবং সফলভাবে উত্তীর্ণ হয়। পরবর্তীতে ক্রমান্বয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরম্ভ করা হয়। যদিও আন্তর্জাতিক দাতা সংস্থা সমূহের ডোনেশনের অপ্রতূলতা রয়েছে তবুও ধারাবাহিকতা অব্যাহত রেখেছে । ফলে ৩৫ জেলার ৫১ টি গুরুত্বপূর্ণস্থানে বাস্তবায়িত হওয়ায় ২৯ হাজার ৬০০ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা সরাসরি উপকৃত হয়েছে।

এর মধ্যে প্রতিবন্ধী পুরম্নষ ১৬ হাজার ৫৭৬ এবং প্রতিবন্ধী নারী ১৩ হাজার ২৪ জন। ওসব প্রতিবন্ধী ব্যক্তিরা ‘পিএসআইডি’ প্রকল্পের অনূকুলে ১২ টি বিষয়ের ওপর ট্রেনিং গ্রহণ করে আত্ম প্রত্যয়ে বলিয়ান হওয়ার পর তাদের নিজস্ব সংগঠন থেকে ঋণ নিয়ে নিজেদের পছন্দমাফিক পেশায় নিয়োজিত রয়েছে। এছাড়াও কার্যক্রম পরিচালিত এলাকার প্রায় ১০ লাখ বিচিত্র পেশার মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী ২০০৮ পর্যন্ত উক্ত এ্যাপ্রোচের ওপর ঢাকা রেজিন্সেটিতে ‘‘অন ফর অল পারসনস উইথ ডিজএ্যাবিলিটিস ইনেসিয়েটিভ ইন ডেভেলপমেন্ট’’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ২৭ দেশের ২৭ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

আগামীতে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ সমূহে উক্ত এ্যাপ্রোচ বাস্তবায়নের কাজ শুরু করবে স্ব-স্ব দেশ বলে সেমিনারে অনেক উন্নয়নশীল দেশের প্রতিনিধিবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন। বর্তমানে মানিকগঞ্জ, চাঁদপুর, জামালপুর, বরিশাল, টাঙ্গাইল, নড়াইল, নীলফামারী, কুড়িগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, মৈমনসিংহ, বগুড়া, মৌলভীবাজার, নরসিংদী, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি, বরগুনা, কুষ্টিয়াসহ প্রায় ৩১ জেলায় বিপিকেএস সরাসরি এবং ডিজএ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন (ডিপিও)-এর মাধ্যমে ‘পিএসআইডি’ এ্যাপ্রোচ বাস্তবায়ন করছে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)-এর নির্বাহী পরিচালক এবং ডিজএ্যাবল্ড পিপলস্ ইন্টারন্যাশনালের (ডিপিআই) গ্লোবাল সেক্রেটারী আবদুস সাত্তার দুলাল জানান, ‘বিপিকেএস’ সরাসরি ‘পিএসআইডি’ এ্যাপ্রোচ বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন ডিজএ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন (ডিপিও)-এর সাথে অংশ্বীদারিত্ব প্রকল্পের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। যাতে তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার হতে পারে। পাশাপাশি তাদের পছন্দনীয় পেশায় সম্পৃক্ত হয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হয়।

ক্রমান্বয়ে সকল জেলায় কার্যক্রম শুরু করা হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক দাতা সংস্থাসহ সরকারিভাবে সহযোগিতা প্রয়োজন। লেখক- আজমাল হোসেন মামুন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) বিপিকেএস কমপ্লেক্স, দক্ষিণ খান, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল নং-০১১৯১০৮৯০৭৫।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.