আমাদের কথা খুঁজে নিন

   

সেকেলে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

ভালো আর নীতিকথা হীত উপদেশ স্বদেশ ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশ তাই নীতি কথা বলিনা সৎ পথে চলিনা এসব বল্লে পরে বন্ধুরা হেসে বলে তুই সেকেলে তুই সেকেলে আমাদের মাননীয় মন্ত্রীমহোময় তিনি জনগণের প্রতি তাই বড় সদয় দূর্নীতি করেই চাকরিতে দেব নিয়োগ আমাদের ছেলেদের পরীক্ষার ফলাফল ভালোকিবা মন্দ যাহাই হোক না তাদের তাই নিয়োগ বাণিজ্য সুপারিশ মামুদের বলে মরে সেকেলে ভালো আর নীতিকথা হীত উপদেশ স্বদেশ ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশ তাই নীতি কথা বলিনা সৎ পথে চলিনা এসব বল্লে পরে বন্ধুরা হেসে বলে তুই সেকেলে তুই সেকেলে আমাদের দলবাজ বুদ্ধিজীবীগণ করে চাটুকারি নুন খাওয়া দলের তারা ঠিকঠাক ঠিকই করে প্রণাম শক্তি ও বলের আমাদের প্রেমিকারা চায় টাকা একগাদা প্রেমের কথা বল্লে বলে তুই সেকলে তুই সেকেলে তারা চায় টাকা আর রাজনীতির বল মন কত ঘোলা তাদের হার মানে বুড়িগঙ্গার জল আমাদের তরুণ সমাজ আছে আমেজে দুই নম্বরী পেলে থাকে খোশমেজাজে ভাবেনা তারা কভু ভালো কিবা মন্দ ভাবে টাকাই সব এখন পায় ফিরে ছন্দ নীতির কথা বল্লে বলে তুই সেকেলে তুই সেকেলে আমাদের বাবা মার রেখে দুইহাত গালে ভাবে কামাবে পোলায় টাকা ডাক্তার হলে বলে এডজাস্ট করে যাও নীতির তত্বকথা বলে সেকেলে বলে সেকেলে ঘুষের টাকা হাতে পেলে মা থাকেন চাঙ্গা সুপুরুষ বাবা আমার লজ্জায় মুখ হয় রাঙ্গা গোলশানে বাড়ি হবে আর কতো হলে মিটেমিটে হেসে মা'য় বাড়ির স্বপ্ন গিলে ভালো আর নীতিকথা হীত উপদেশ স্বদেশ ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশ তাই নীতি কথা বলিনা সৎ পথে চলিনা এসব বল্লে পরে বন্ধুরা হেসে বলে তুই সেকেলে তুই সেকেলে উৎসর্গঃ একজন জ্যোৎস্নাগ্রস্ত মানুষ,যিনি জেগেথাকেন।সেকেলে http://www.somewhereinblog.net/blog/shakele

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.